বাংলাদেশের কতটি গুরুত্বপূর্ণ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে?
A
১২টি
B
১৩টি
C
১৪টি
D
১৫টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হলো সেই অঞ্চল যেখানে অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অঞ্চলের উৎপাদনশীলতাও কমে গেছে। দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশগত মানোন্নয়নের উদ্দেশ্যে সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুযায়ী বিভিন্ন এলাকা ইসিএ (Ecologically Critical Area) হিসেবে ঘোষণা করেছে।
-
এপর্যন্ত মোট ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
এসব এলাকা হলো:
১. সুন্দরবন
২. কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত
৩. সেন্টমার্টিন দ্বীপ
৪. সোনাদিয়া দ্বীপ
৫. হাকালুকি হাওর
৬. টাঙ্গুয়ার হাওর
৭. মারজাত বাওড়
৮. গুলশান-বারিধারা লেক
৯. বুড়িগঙ্গা নদী
১০. তুরাগ নদী
১১. বালু নদী
১২. শীতলক্ষ্যা নদী
১৩. জাফলং-ডাউকি নদী

0
Updated: 20 hours ago
ভূ-প্রকৃতির ভিন্নতার উপর ভিত্তি করে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
Created: 5 days ago
A
৫ ভাগে
B
৪ ভাগে
C
৩ ভাগে
D
২ ভাগে
বাংলাদেশের ভূ-প্রকৃতির ভিন্নতা:
ভূ-প্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়—
১। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
২। প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৩। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
-
এ পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কদম দ্বারা গঠিত।
-
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড়সমূহ এর অন্তর্ভুক্ত।
-
ধারণা করা হয়, এ পাহাড়সমূহ আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়।
ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
-
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ অন্তর্ভুক্ত।
-
গড় উচ্চতা: প্রায় ৬১০ মিটার।
খ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
-
ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো অন্তর্ভুক্ত।

0
Updated: 5 days ago