রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়াকে পৃথক করেছে কোন প্রণালি?
A
সিসিলি প্রণালি
B
ফ্লোরিডা প্রণালি
C
ডেভিস প্রণালি
D
কার্চ প্রণালি
উত্তরের বিবরণ
কার্চ প্রণালি হলো একটি গুরুত্বপূর্ণ জলপথ যা কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগরকে পরস্পরের সাথে যুক্ত করে। এটি রাশিয়ার মূল ভূখণ্ডকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে। অ্যাজভ সাগরের তীরে ইউক্রেনের মারিয়াপোল এবং রাশিয়ার রোস্টভ সমুদ্রবন্দর অবস্থিত। কার্চ প্রণালী ইউক্রেনের আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ প্রণালী:
-
ফ্লোরিডা প্রণালী: মার্কিন যুক্তরাষ্ট্রকে কিউবা থেকে পৃথক করেছে।
-
সিসিলি প্রণালী: সিসিলি দ্বীপকে ইতালি থেকে পৃথক করেছে।
-
ডেভিস প্রণালী: কানাডা ও গ্রিনল্যান্ডকে পৃথক করেছে।
-

0
Updated: 20 hours ago
যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করছে -
Created: 1 month ago
A
বাবেল মান্দেব প্রণালী
B
বেরিং প্রণালী
C
ডোভার প্রণালি
D
জিব্রাল্টার প্রণালী
ডোভার প্রণালী
-
ইংরেজি নাম: Strait of Dover।
-
অবস্থান: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, ডোভার (যুক্তরাজ্য) ও কালে (ফ্রান্স) শহরের মাঝখানে।
-
পৃথক করেছে: ফ্রান্স ও যুক্তরাজ্য, একইসাথে ইউরোপ মহাদেশ ও ব্রিটিশ দ্বীপপুঞ্জ।
-
বৈশিষ্ট্য: ইউরোপ–যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে ছোট জলপথ।
-
সংযোগ: ইংলিশ চ্যানেল → উত্তর সাগর।
-
গুরুত্ব:
-
বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ।
-
নিচ দিয়ে চ্যানেল টানেল (রেল সংযোগ) নির্মিত।
-
ইতিহাসে বহু নৌযুদ্ধ সংঘটিত হয়েছে।
-

0
Updated: 1 month ago
পক প্রণালী পৃথক করেছে কোন
দুটি দেশকে?
Created: 1 month ago
A
ভারত
ও বাংলাদেশ
B
শ্রীলঙ্কা
ও মালদ্বীপ
C
ভারত
ও শ্রীলঙ্কা
D
মিয়ানমার
ও থাইল্যান্ড
পক প্রণালী (Palk Strait)
-
অবস্থান: ভারত মহাসাগরের মধ্যে
-
সংযোগ: আরব উপসাগর ও বঙ্গোপসাগর
-
পৃথককরণ: শ্রীলঙ্কার মান্নার জেলা এবং ভারতের তামিলনাড়ু
-
ভূমিকা: শ্রীলঙ্কা ও ভারতকে পৃথক করেছে
গুরুত্বপূর্ণ প্রণালী
-
মোজাম্বিক প্রণালী – ভারত মহাসাগরকে যুক্ত করে, মাদাগাস্কার ও মোজাম্বিক পৃথক
-
বসফরাস প্রণালী – এশিয়া ও ইউরোপ পৃথক
-
দার্দানিলিস প্রণালী – মর্মর সাগর ও ইজিয়ান সাগর যুক্ত

0
Updated: 1 month ago
মরমর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে-
Created: 1 month ago
A
ফ্লোরিডা প্রণালী
B
বেরিং প্রণালী
C
হরমুজ প্রণালী
D
বসফরাস প্রণালী
• বসফরাস প্রণালী:
- পৃথক করেছে: এশিয়া ও ইউরোপ।
- সংযুক্ত করেছে: কৃষ্ণ সাগর ও মরমর সাগর।
- বসফরাস প্রণালী ১৯ মাইল দীর্ঘ এবং এর সর্বোচ্চ প্রস্থ উত্তর প্রান্তে ২.৩ মাইল।
অপরদিকে,
- বেরিং প্রণালী: আমেরিকা-এশিয়া পৃথক করেছে।
- হরমুজ প্রণালী: ইরান-আরব আমিরাত পৃথক করেছে।
- ফ্লোরিডা প্রণালী: কিউবা-ফ্লোরিডা পৃথক করেছে।

0
Updated: 1 month ago