দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কোন সমভূমির অন্তর্গত?


A

ব-দ্বীপ সমভূমি


B

প্লাবন সমভূমি


C

পাদদেশীয় পলল সমভূমি


D

কোনটিই নয়


উত্তরের বিবরণ

img

দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা পাদদেশীয় পলল সমভূমির (Peidmont Alluvial Plain) অংশ। এই ধরনের সমভূমি পাহাড়ি নদীর পাদদেশে পলি সঞ্চয় হওয়ার মাধ্যমে গঠিত হয়।

  • কখনও কখনও পাহাড়ি নদী পাদদেশে পলি সঞ্চয় করতে করতে নতুন বিশাল সমভূমি তৈরি করে।

  • এই ধরনের সমভূমিকে পাদদেশীয় পলল সমভূমি বলা হয়।

  • বাংলাদেশের তিস্তা, আত্রাই, করতোয়া নদীর সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা এই পলল সমভূমির অন্তর্গত।

  • এসব নদী উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়ে সহজেই পাহাড় থেকে পলল বহন করে এই অঞ্চলে সঞ্চয় করেছে এবং পাদদেশীয় পললভূমি গঠন করেছে।

Unfavorite

0

Updated: 20 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD