নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি অঞ্চলের মধ্যে অবস্থিত?
A
নিউইয়র্ক এবং ওন্টারিও
B
নিউইয়র্ক এবং কুইবেক
C
পেনসিলভানিয়া এবং ওন্টারিও
D
পেনসিলভানিয়া এবং কুইবেক
উত্তরের বিবরণ
নায়াগ্রা জলপ্রপাত হলো উত্তর আমেরিকার একটি বিখ্যাত জলপ্রপাত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের সীমান্তে অবস্থান করছে। নায়াগ্রা নদী এই জলপ্রপাতের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়।
-
এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত।
-
উচ্চতা প্রায় ৫১ মিটার (১৬৭ ফুট) এবং প্রতি মিনিটে প্রায় ২,৮০০ ঘনমিটার পানি এখানে পতিত হয়।
-
নায়াগ্রা জলপ্রপাত মূলত তিনটি ছোট জলপ্রপাতের সমষ্টি:
১. হর্সশু ফলস (কানাডা ফলস) – সবচেয়ে বড় জলপ্রপাত
২. আমেরিকান ফলস
৩. ব্রাইডল ভেইল ফলস -
নায়াগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায়, বাকি দুই ভাগ কানাডায় অবস্থিত।

0
Updated: 20 hours ago