বাংলাদেশে প্রথম জিআইএস (GIS) এর ব্যবহার শুরু হয় -
A
১৯৬৪ সালে
B
১৯৭২ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৯১ সালে
উত্তরের বিবরণ
জিআইএস (GIS) হলো একটি ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবর্তন, বিশ্লেষণ এবং প্রদর্শন করতে ব্যবহৃত হয়। জিআইএস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হলো ESRI (Environmental System Research Institute)।
-
জিআইএসের বিকাশ (Development of GIS):
-
১৮৫৪ সালে ব্রিটিশ গবেষক সোহো (Soho) লন্ডন শহরে কলেরা রোগের প্রাদুর্ভাব নিয়ে কাজ করেন। তিনি পানির কিছু পাম্প দূষিত হওয়ায় রোগ ছড়াচ্ছে তা চিহ্নিত করেন এবং মানচিত্রে প্রদর্শন করেন। এ গবেষণার মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হয়।
-
১৯৬৪ সালে কানাডার The Canadian Geographic Information System (CGIS) জিআইএস ব্যবহারের সূচনা করে।
-
১৯৮৬ সালে ESRI বাণিজ্যিকভাবে Arc/Info সফটওয়্যার তৈরি শুরু করে।
-
বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস ব্যবহার করা হয়।
-
ইসপান (Irrigation Support Project for Asia and the Near East) ফ্লাড অ্যাকশন প্লান-১৯ (ফ্যাপ-১৯) প্রকল্পে সর্বপ্রথম জিআইএস প্রয়োগ করা হয়।
-
পরে ইসপান ইজিআইএস (Environmental and GIS Support Projects for Water Sector Planning) নামে পুনর্গঠিত হয়।
-
-
-
জিআইএসের কার্যপ্রণালি (Function of GIS):
১. উপাত্ত সংগ্রহ
২. উপাত্ত আদান-প্রদান
৩. উপাত্ত সংস্করণ
৪. উপাত্ত বিশ্লেষণ
৫. উপাত্ত উপস্থাপন ও ব্যবস্থাপনা -
জিআইএসের উপাদান (Elements of GIS):
জিআইএস পাঁচটি উপাদানের সমন্বয়ে কাজ করে:
১. হার্ডওয়্যার
২. সফটওয়্যার
৩. উপাত্ত
৪. উপাত্ত ভিত্তি
৫. প্রশিক্ষিত ও দক্ষ মানুষ
0
Updated: 1 month ago
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা -
Created: 1 month ago
A
০.০১ মিলিগ্রাম
B
০.৩ মিলিগ্রাম
C
০.১ মিলিগ্রাম
D
০.০৩ মিলিগ্রাম
আর্সেনিক (Arsenic)
-
প্রকৃতি ও বৈশিষ্ট্য: ধূসর আভাযুক্ত, সাদা রঙবিশিষ্ট, ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু।
-
রাসায়নিক বৈশিষ্ট্য:
-
আণবিক সংখ্যা: ৩৩
-
আণবিক ভর: ৭৪.৯২
-
-
প্রকৃতিতে উপস্থিতি: আর্সেনিক বিভিন্ন যৌগ আকারে প্রাকৃতিকভাবে পাওয়া যায়।
-
মানব ও স্বাস্থ্য প্রভাব: প্রাকৃতিকভাবে প্রাপ্ত আর্সেনিক একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মানুষের জন্য ক্ষতিকর নয়।
-
সর্বোচ্চ সহনীয় মাত্রা:
-
বাংলাদেশে প্রতি লিটার পানিতে: ০.০৫ মিলিগ্রাম
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ: প্রতি লিটার ০.০১ মিলিগ্রাম
-
-
দূষণপ্রবণ এলাকা: চাঁদপুর জেলা দেশে সবচেয়ে আর্সেনিক দূষণপ্রবণ।
-
ইতিহাস: ১৯৯৩ সালে চাপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি চিহ্নিত হয়।
0
Updated: 1 month ago
‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ নামে পরিচিত জেলা কোনটি?
Created: 1 month ago
A
কক্সবাজার
B
ভোলা
C
পটুয়াখালী
D
বরিশাল
ভোলা
‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ নামে পরিচিত ভোলা জেলা
বাংলায় অর্থ: ‘বাংলাদেশের দ্বীপের রাণী’
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ
পূর্ব নাম: দক্ষিণ শাহবাজপুর
উৎপত্তি: হিমালয় থেকে নেমে আসা পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর পলি মোহনায় জমে গড়ে উঠেছে
প্রতিষ্ঠিত: ১৯৮৪ সালে
0
Updated: 1 month ago
ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
Created: 1 month ago
A
জিপিএস
B
জিআইএস
C
স্যাটেলাইট ইমেজ
D
রাডার
জিআইএস (Geographical Information System)
-
ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলা হয়।
-
জিআইএস হলো একটি সফটওয়্যারভিত্তিক পদ্ধতি, যা ভৌগোলিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে মানচিত্রায়ণ ও পরিকল্পনা তৈরিতে সহায়তা করে।
-
১৯৬৪ সালে কানাডায় প্রথম জিআইএস ব্যবহৃত হয়।
-
১৯৮০ সালের পর থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে।
-
জিআইএসের মাধ্যমে একটি মানচিত্রে পানি ব্যবস্থাপনা, টপোগ্রাফি, ভূমি ব্যবহার, যোগাযোগ এবং মৃত্তিকার মতো বিভিন্ন তথ্য উপস্থাপন করা যায়।
ব্যবহার:
-
ভূমি ব্যবস্থাপনা
-
প্রাকৃতিক সম্পদ উন্নয়ন
-
পানি গবেষণা
-
নগর ও আঞ্চলিক পরিকল্পনা
-
জনসংখ্যা বিশ্লেষণ
-
পরিবহন ও যোগাযোগ বিশ্লেষণ
0
Updated: 1 month ago