টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কী দ্বারা গঠিত?
A
বেলেপাথর, শেল ও কদম
B
মার্বেল ও গ্রানাইট
C
কাদা মাটি
D
চুনাপাথর
উত্তরের বিবরণ
পাহাড় হলো ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক উচ্চভূমি, যা সাধারণত চূড়ান্ত শীর্ষ এবং ঢালসহ উঁচু ভূপ্রদেশ গঠন করে। বাংলাদেশের ভূগোল এবং পারিপার্শ্বিক অঞ্চলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পাহাড়সমূহের বিবরণ নিম্নরূপ:
-
সিলেট অঞ্চলের পাহাড়: সিলেটের পার্বত্য এলাকা, যেমন জাফলং ও বাগানবিল উচ্চভূমি, আংশিকভাবে বাংলাদেশের পার্বত্য ভূ-রূপ।
-
চট্টগ্রাম পার্বত্য অঞ্চল: রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার পার্বত্য অঞ্চল; মেঘমালা, তেজপাহাড় ও খাসিয়াল উচ্চভূমি অন্তর্ভুক্ত।
-
মায়ানমারের সীমান্তবর্তী পাহাড়: বান্দরবান ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল মায়ানমারের সঙ্গে সংযুক্ত।
-
লুসাই পাহাড়: প্রধানত মিজোরাম ও আসামের অংশ, বাংলাদেশের নদী প্রবাহে গুরুত্বপূর্ণ উৎপত্তিস্থল।
-
আরাকান পাহাড়: সাঙ্গু নদীর উৎপত্তিস্থল, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
-
বাদানাতলী পর্বতশৃঙ্গ: খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ পাহাড় যা হালদা নদীর উৎপত্তিস্থল।
বাংলাদেশে পাহাড়সমূহ সাধারণত দক্ষিণ-পূর্ব ও উত্তরের সীমান্তবর্তী অঞ্চলে ঘনবসতি এবং নদী উৎপত্তিস্থলের সঙ্গে সংযুক্ত।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
বাংলাদেশের উচ্চতম পাহাড়ের নাম কী?
Created: 4 days ago
A
সীতাকুণ্ড পাহাড়
B
কুলাউড়া পাহাড়
C
গারো পাহাড়
D
লালমাই পাহাড়
বাংলাদেশের পাহাড়
-
বাংলাদেশের সবচেয়ে উঁচু ও বৃহত্তম পাহাড় হলো গারো পাহাড়।
-
ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা এর পাদদেশে অবস্থিত।
-
গারো পাহাড়ের উত্তর ও উত্তর-পশ্চিমে আসাম এবং পূর্বে মেঘালয়ের খাসি পাহাড়।
-
আয়তন প্রায় ৮১৬৭ বর্গ কিলোমিটার।
-
গারো পাহাড়ের দীর্ঘতম নদী সিমসাং নদী।
-
এ নদীর উৎপত্তি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪০০ মিটার উচ্চতায় নকরেক অঞ্চলে, পরে বাংলাদেশে প্রবেশ করে প্রবাহিত হয়েছে।
অন্যদিকে
-
বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ: তাজিংডং বা বিজয় (বান্দরবান), উচ্চতা ১২৩১ মিটার।
-
চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত, যা হিন্দুদের পবিত্র তীর্থস্থান।

0
Updated: 4 days ago
বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা -
Created: 20 hours ago
A
১২ নটিক্যাল
B
২২.২২ নটিক্যাল
C
২২০ নটিক্যাল
D
৩৬০ নটিক্যাল
বাংলাদেশের সমুদ্রসীমা দেশের ভূগোল ও অর্থনৈতিক অঞ্চল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বঙ্গোপসাগরের উপকূলরেখার দৈর্ঘ্য: ৭১৬ কিলোমিটার
-
বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিলোমিটার)
-
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিলোমিটার)
-
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
Created: 21 hours ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের ভূগোল ও প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
-
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে: ভারত ও মিয়ানমার।
-
দেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩০টি, এবং ভারতের ৫টি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।
-
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩টি।
-
রাঙ্গামাটি জেলা তিন দেশের — বাংলাদেশ, ভারত ও মিয়ানমার — যৌথ সীমান্তরেখার স্থান।
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago