ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে বলা হয়-
A
মৌসুমি বায়ু
B
অয়ন বায়ু
C
নিয়ত বায়ু
D
স্থলবায়ু
উত্তরের বিবরণ
মৌসুমি বায়ু হলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের ফলে সৃষ্ট আঞ্চলিক বায়ু, যা বর্ষাকালে বিশেষভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
-
মৌসুমি শব্দটি এসেছে আরবি ভাষার “মত্তসুম”, যার অর্থ ঋতু।
-
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন অনুযায়ী শীত ও গ্রীষ্মে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার তারতম্য মৌসুমি বায়ু সৃষ্টি করে।
-
মৌসুমি বায়ু প্রধানত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় লক্ষ্য করা যায়, পাশাপাশি কর্কটক্রান্তি অঞ্চলের যুক্তরাষ্ট্র, উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, মধ্য এশিয়া ও উত্তর-পশ্চিম ভারতেও দেখা যায়।
-
উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল:
-
সূর্যকিরণ লম্বভাবে পড়ায় কর্কটক্রান্তিতে বায়ুর চাপ কমে এবং নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
-
দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে।
-
এ বায়ু এশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবলবেগে চলে আসে এবং চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান, কম্বোডিয়া, লাওস-এ বৃষ্টিপাত ঘটায়।
-
বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়েও বৃষ্টি হয়।
-
-
শীতকালে:
-
সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে এবং মকরক্রান্তিতে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
-
উত্তর গোলার্ধে স্থলভাগ শীতল হওয়ায় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়।
-
বায়ু উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যাকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলা হয় এবং এটি শুষ্ক থাকে।
-
মৌসুমি বায়ু যখন নিরক্ষরেখা অতিক্রম করে, ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে যায় এবং উত্তর-পশ্চিমে মৌসুমি বায়ুরূপে উত্তর অস্ট্রেলিয়ার দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঘটায়।
-
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কী দ্বারা গঠিত?
Created: 20 hours ago
A
বেলেপাথর, শেল ও কদম
B
মার্বেল ও গ্রানাইট
C
কাদা মাটি
D
চুনাপাথর
পাহাড় হলো ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক উচ্চভূমি, যা সাধারণত চূড়ান্ত শীর্ষ এবং ঢালসহ উঁচু ভূপ্রদেশ গঠন করে। বাংলাদেশের ভূগোল এবং পারিপার্শ্বিক অঞ্চলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পাহাড়সমূহের বিবরণ নিম্নরূপ:
-
সিলেট অঞ্চলের পাহাড়: সিলেটের পার্বত্য এলাকা, যেমন জাফলং ও বাগানবিল উচ্চভূমি, আংশিকভাবে বাংলাদেশের পার্বত্য ভূ-রূপ।
-
চট্টগ্রাম পার্বত্য অঞ্চল: রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার পার্বত্য অঞ্চল; মেঘমালা, তেজপাহাড় ও খাসিয়াল উচ্চভূমি অন্তর্ভুক্ত।
-
মায়ানমারের সীমান্তবর্তী পাহাড়: বান্দরবান ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল মায়ানমারের সঙ্গে সংযুক্ত।
-
লুসাই পাহাড়: প্রধানত মিজোরাম ও আসামের অংশ, বাংলাদেশের নদী প্রবাহে গুরুত্বপূর্ণ উৎপত্তিস্থল।
-
আরাকান পাহাড়: সাঙ্গু নদীর উৎপত্তিস্থল, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
-
বাদানাতলী পর্বতশৃঙ্গ: খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ পাহাড় যা হালদা নদীর উৎপত্তিস্থল।
বাংলাদেশে পাহাড়সমূহ সাধারণত দক্ষিণ-পূর্ব ও উত্তরের সীমান্তবর্তী অঞ্চলে ঘনবসতি এবং নদী উৎপত্তিস্থলের সঙ্গে সংযুক্ত।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে কোন দেশ অবস্থিত?
Created: 20 hours ago
A
বাংলাদেশ
B
ভারত
C
শ্রীলঙ্কা
D
ইন্দোনেশিয়া
বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর এবং এশিয়ার কয়েকটি দেশের ভৌগোলিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত।
-
বেষ্টিত দেশসমূহ:
-
উত্তর-পশ্চিম ও পশ্চিমে: ভারত
-
পূর্বে: মায়ানমার
-
উত্তরে: বাংলাদেশ
-
দক্ষিণ-পশ্চিমে: শ্রীলঙ্কা
-
দক্ষিণ-পূর্বে: ইন্দোনেশিয়া
-
-
ভূপৃষ্ঠের আয়তন: ২,৬০০,০০০ বর্গকিলোমিটার
-
দৈর্ঘ্য: ২,০৯০ কিলোমিটার
-
প্রস্থ: ১,৬১০ কিলোমিটার
-
গড় গভীরতা: ২,৬০০ মিটার
-
সর্বোচ্চ গভীরতা: ৪,৬৯৪ মিটার
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
"বাসন্ত বিষুব" বলা হয় কোন দিনটিকে?
Created: 2 weeks ago
A
২৩ ডিসেম্বর
B
২১ মার্চ
C
২৩ মার্চ
D
২২ ডিসেম্বর
পৃথিবীর ঋতু ও সূর্যের অবস্থান:
-
২১ মার্চ: দিন-রাত সমান হয়; দিনটি বাসন্ত বিষুব বা মহাবিষুব।
-
২২ ডিসেম্বর: সূর্য মকররেখার উপর লম্বভাবে কিরণ দেয়; উত্তর গোলার্ধে দিন ছোট, রাত বড় → শীতকাল শুরু; দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট → গ্রীষ্মকাল।
-
২৩ সেপ্টেম্বর: দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে দিন বড়, রাত ছোট; উত্তর গোলার্ধে দিন ছোট, রাত বড়।
-
উত্তর গোলার্ধে বসন্তকাল: ২২ ডিসেম্বরের পর ২১ মার্চ পর্যন্ত; দক্ষিণ গোলার্ধে এই সময়ে শরৎকাল।
-
ঋতু পরিবর্তনের সময় দিনের বেলা সূর্যকিরণ ভূপৃষ্ঠ গরম করে, রাতের বেলা তা বিকিরিত হয়ে ঠান্ডা হয়।

0
Updated: 2 weeks ago