মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটি?
A
আরাকান পাহাড়
B
সিকিমের পার্বত্য অঞ্চল
C
আসামের লুসাই পাহাড়
D
মানস সরোবর হ্রদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভূগোল এবং নদী ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতে গঙ্গা নদী থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
-
যমুনা নদী: উৎপত্তিস্থল মানস সরোবর হ্রদ, কৈলাশ শৃঙ্গ, যা ব্রহ্মপুত্র নদীর অংশ।
-
কর্ণফুলী নদী: উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
-
কর্তোয়া নদী: উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
-
সাঙ্গু নদী: উৎপত্তিস্থল আরাকান পাহাড়, মিয়ানমার-বাংলাদেশ সীমানায়।
-
হালদা নদী: উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
-
মহানন্দা নদী: উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
জলবায়ুর প্রধান নিয়ামক কোনটি?
Created: 21 hours ago
A
সমুদ্রস্রোত
B
বায়ুপ্রবাহ
C
অক্ষাংশ
D
উপরের সবগুলো
জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার গড় অবস্থা, যা সাধারণত ৩০-৪০ বছরের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
-
জলবায়ু বলতে কোনো অঞ্চলের অনেক বছরের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক গড় অবস্থা বোঝায়।
-
জলবায়ু নিয়ত পরিবর্তনশীল নয়, অর্থাৎ এটি স্থায়ী বৈশিষ্ট্য ধারণ করে।
-
আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য হলো:
-
আবহাওয়া ⇒ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের স্বল্পস্থায়ী অবস্থা।
-
জলবায়ু ⇒ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা।
-
-
বাংলাদেশের জলবায়ু ‘ক্রান্তীয় মৌসুমি’ ধরণের।
-
জলবায়ুর প্রধান নিয়ামকগুলো হলো: অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বনভূমি, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল এবং মৃত্তিকা।
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago
পারস্য উপসাগর কোন মহাসাগরের অংশ?
Created: 21 hours ago
A
দক্ষিণ মহাসাগর
B
ভারত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
পারস্য উপসাগর হলো ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ উপসাগর, যা পশ্চিম এশিয়ায় অবস্থিত এবং বাণিজ্য ও ভূগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
-
পারস্য উপসাগর ভারত মহাসাগরের অংশ এবং ওমান উপসাগরের একটি সম্প্রসারিত অংশ। এটি পূর্বে হরমুজ প্রণালীর মাধ্যমে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত।
-
পারস্য উপসাগরকে আরব উপসাগর বা ইরান উপসাগরও বলা হয়।
-
এর মোট আয়তন প্রায় ২,৫১,০০০ বর্গকিলোমিটার।
-
সর্বোচ্চ গভীরতা প্রায় ৯০ মিটার, এবং গড় গভীরতা প্রায় ৫০ মিটার।
-
পারস্য উপসাগরকে বিভিন্ন দেশ দ্বারা বেষ্টিত করা হয়েছে:
-
উত্তরে: ইরান
-
উত্তর-পশ্চিমে: বাহরাইন, ইরাক, কুয়েত
-
দক্ষিণে: কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন
-
-
উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ৫,১১৭ কিলোমিটার, যার মধ্যে ইরানের উপকূলরেখা ১,৫৩৬ কিলোমিটার দীর্ঘ।
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago
স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিবিধ ভৌগোলিক কারণে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় -
Created: 20 hours ago
A
নিয়মিত বায়ুপ্রবাহ
B
স্থানীয় বায়ুপ্রবাহ
C
সাময়িক বায়ুপ্রবাহ
D
অনিয়মিতস্থানীয় বায়ুপ্রবাহ
স্থানীয় বায়ু হলো নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক কারণের কারণে সৃষ্ট আঞ্চলিক বায়ুপ্রবাহ।
-
বিভিন্ন দেশের স্থানীয় বায়ুর উদাহরণ:
-
রকি পাহাড়ের চিনুক
-
ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল
-
আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তর থেকে প্রবাহিত পাম্পেরু
-
আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা
-
উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরাক্কা
-
আরব মালভূমির সাইমুম
-
মিসরের খামসিন
-
ভারতীয় উপমহাদেশের লু
-
-
উপত্যকা বায়ু: দিনের বেলা, পর্বতের গা বেয়ে উপরের দিকে প্রবাহিত বায়ু।
-
দিনের সময় পর্বতের পাদদেশের তুলনায় উপত্যকার তলদেশ তুলনামূলকভাবে শীতল থাকে।
-
ফলে পর্বতের পাদদেশে নিম্নচাপ এবং উপত্যকার তলদেশে উচ্চচাপ সৃষ্টি হয়, যা উপত্যকা বায়ু তৈরি করে।
-
-
পার্বত্য বায়ু: রাতের বেলা, তাপ বিকিরণের ফলে পর্বতের গাত্র শীতল হয় এবং উপত্যকা উষ্ণ থাকে।
-
এ সময় ভারী ও শীতল বায়ু পর্বতের গা থেকে উপত্যকার দিকে নেমে আসে, যা পার্বত্য বায়ু নামে পরিচিত।
-
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago