গিনি উপসাগর কোন মহাদেশে অবস্থিত?
A
এশিয়া
B
আফ্রিকা
C
ইউরোপ
D
দক্ষিণ আমেরিকা
উত্তরের বিবরণ
গিনি উপসাগর হলো আফ্রিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ উপসাগর, যা পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
গিনি উপসাগর আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত।
-
উপসাগরে প্রবাহিত প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে ভোল্টা নদী এবং নাইজার নদী।
-
গিনি উপসাগরের উপকূলীয় অঞ্চল নিম্নভূমি, ম্যানগ্রোভ জলাভূমি, জলাভূমি এবং উপহ্রদ দ্বারা ঘেরা।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 20 hours ago
A
আরাকান পাহাড়
B
সিকিমের পার্বত্য অঞ্চল
C
আসামের লুসাই পাহাড়
D
মানস সরোবর হ্রদ
বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভূগোল এবং নদী ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতে গঙ্গা নদী থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
-
যমুনা নদী: উৎপত্তিস্থল মানস সরোবর হ্রদ, কৈলাশ শৃঙ্গ, যা ব্রহ্মপুত্র নদীর অংশ।
-
কর্ণফুলী নদী: উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
-
কর্তোয়া নদী: উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
-
সাঙ্গু নদী: উৎপত্তিস্থল আরাকান পাহাড়, মিয়ানমার-বাংলাদেশ সীমানায়।
-
হালদা নদী: উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
-
মহানন্দা নদী: উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
নিচের কোন দেশটি পারস্য উপসাগর তীরবর্তী নয়?
Created: 1 month ago
A
সিরিয়া
B
ইরান
C
বাহরাইন
D
ইরাক
পারস্য উপসাগর:
- পারস্য উপসাগর তীরবর্তী দেশ নয় সিরিয়া।
- পারস্য উপসাগরের আটটি উপকূলীয় দেশ হলো:
- বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য,
- পারস্য উপসাগরকে কখনও কখনও আরব উপসাগর বা ইরান উপসাগর নামেও ডাকা হয়।
- এটি আনুমানিক ২,৫১০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- এবং এর সর্বোচ্চ গভীরতা ৯০ মিটার, আর গড় গভীরতা ৫০ মিটার।

0
Updated: 1 month ago
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
Created: 21 hours ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের ভূগোল ও প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
-
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে: ভারত ও মিয়ানমার।
-
দেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩০টি, এবং ভারতের ৫টি রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।
-
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩টি।
-
রাঙ্গামাটি জেলা তিন দেশের — বাংলাদেশ, ভারত ও মিয়ানমার — যৌথ সীমান্তরেখার স্থান।
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago