বেরিং প্রণালী হলো প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরের অংশ এবং এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করে।
-
বেরিং প্রণালী রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে।
-
প্রণালী এবং এর সংলগ্ন সাগরের নামকরণ করা হয়েছে ভিটাস বেরিং-এর সম্মানে।
-
বেরিং প্রণালী তুলনামূলকভাবে অগভীর, যার গড় গভীরতা ৫০ মিটার এবং গভীরতম বিন্দুতে মাত্র ৯০ মিটার গভীর।
-
প্রণালীতে ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপপুঞ্জসহ অসংখ্য দ্বীপ রয়েছে।
তথ্যসূত্র: