ভারতের মোট কয়টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী?
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
উত্তরের বিবরণ
উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে পরিচিত।
-
রাজ্যগুলো হলো: আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড।
-
সেভেন সিস্টার্সের মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয়: মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল।
-
ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী, যা হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে নিম্নোক্ত কোন শিলা সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
আদি শিলা
B
স্তরীভূত শিলা
C
অস্তরীভূত শিলা
D
রূপান্তরিত শিলা
রূপান্তরিত শিলা হলো সেই ধরনের শিলা যা আগ্নেয় ও পাললিক শিলার ওপর অত্যধিক তাপ ও চাপ প্রয়োগের ফলে গঠিত হয়। ভূ-আন্দোলন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এবং অন্যান্য রাসায়নিক ক্রিয়ার ফলে শিলাগুলো রূপান্তরিত হয়ে নতুন ধরনের শিলা তৈরি করে।
উদাহরণ:
-
কাঁদা রূপান্তরিত হয়ে স্লেট হয়ে যায়।
-
গ্রানাইট রূপান্তরিত হয়ে নিসে রূপ নেয়।
0
Updated: 1 month ago
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
Created: 1 month ago
A
১৭.৪৬%
B
২০.৭১%
C
২৮.৩১%
D
৩১.২৫%
বায়ুমণ্ডল মূলত বিভিন্ন গ্যাস এবং কণিকায় গঠিত, যার প্রতিটি উপাদানের নিজস্ব শতকরা অংশ রয়েছে।
-
নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
-
অক্সিজেন ⇒ ২০.৭১%
-
আর্গন ⇒ ০.৮০%
-
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
-
ওজোন ⇒ ০.০০০১%
-
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
-
জলীয়বাষ্প ⇒ ০.৪১%
-
ধূলিকণা ও কণিকা ⇒ ০.০১%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
মহীভাবক আলোড়নের ফলে নিম্নের কোনটি সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
মরুভূমি
B
সমুদ্র
C
মালভূমি
D
পাহাড়
মহীভাবক আন্দোলন (Epeirogenic Movement) হলো পৃথিবীর মহাদেশীয় ভূ-পৃষ্ঠে সৃষ্ট লম্বা ধরনের আন্দোলন, যা বিভিন্ন ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলনের ফলে মালভূমি, চ্যুতি, চ্যুতি ভৃগু তট, স্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত ইত্যাদি সৃষ্টি হয়।
মহীভাবক আন্দোলনের উদাহরণসমূহ:
-
পূর্ব আফ্রিকা ও জর্ডানের স্রস্ত উপত্যকা
-
রাইন নদীর স্রস্ত উপত্যকা
-
উত্তর আমেরিকার হাডসন উপসাগরের দ্বীপসমূহ, যা মহীভাবক আন্দোলনের ফলে ভূ-ভাগ নিমজ্জিত হয়ে গঠিত হয়েছে।
0
Updated: 1 month ago