ডোভার প্রণালী কোন দুইটি দেশকে পৃথক করেছে?
A
যুক্তরাজ্য ও ফ্রান্স
B
ইতালি ও স্পেন
C
ফ্রান্স ও পর্তুগাল
D
ফ্রান্স ও ইতালি
উত্তরের বিবরণ
ডোভার প্রণালী হলো একটি গুরুত্বপূর্ণ নৌপথ যা যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে এবং বাণিজ্য ও নৌচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
প্রণালীটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে উত্তর সাগরকে যুক্ত করেছে।
-
প্রণালীর প্রস্থ: ১৮ থেকে ২৫ মাইল (৩০ থেকে ৪০ কিমি)
-
প্রণালীর গভীরতা: ১২০ থেকে ১৮০ ফুট (৩৫ থেকে ৫৫ মিটার)
-
ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপ্রণালী হিসেবে পরিচিত।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা কোনটি?
Created: 1 month ago
A
সুনামগঞ্জ
B
ঢাকা
C
সিলেট
D
বরিশাল
বাংলাদেশের নদী ব্যবস্থা দেশের ভূগোল ও পানি সম্পদের গুরুত্বপূর্ণ অংশ।
-
সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী: পদ্মা
-
জেলার সংখ্যা: ১২টি
-
-
সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী: মেঘনা
-
উপজেলার সংখ্যা: ৩৬টি
-
-
সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ: ঢাকা
-
নদীর সংখ্যা: ২২২টি
-
-
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা: সুনামগঞ্জ
-
নদীর সংখ্যা: ৯৭টি
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বছরে গড়ে কী পরিমাণ বৃষ্টিপাত হয়?
Created: 1 month ago
A
১২০০-২৫০০ মি.মি.
B
১০০০-২১০০ মি.মি.
C
১৭০০-২৫০০ মি.মি.
D
১৩০০-২৩০০ মি.মি.
নিরক্ষীয় জলবায়ু হলো সেই ধরনের জলবায়ু যা পৃথিবীর নিরক্ষরেখার নিকটে অবস্থানরত দেশসমূহে বিরাজমান। সূর্যের অবস্থান এখানে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে, যা তাপমাত্রা, আবহাওয়া এবং জলবায়ুর প্রকৃতি নির্ধারণ করে।
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য:
-
নিরক্ষরেখার নিকটবর্তী দেশগুলোতে সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ প্রদান করে, ফলে এখানে গ্রীষ্মঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায়।
-
উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তনশীল থাকে। শীতের প্রকোপ নেই বললেই চলে।
প্রধান বৈশিষ্ট্যসমূহ:
-
সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে।
-
দিনের দৈর্ঘ্য সারা বছর প্রায় একই থাকে।
-
বার্ষিক গড় তাপমাত্রা ২১°–২৭° সে.
-
স্থলভাগের বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ৫০° সে.-এর কম। অতিরিক্ত সূর্য তাপ, আর্দ্রতা ও সামান্য মেঘাচ্ছন্নতার কারণে তাপমাত্রার পার্থক্য কম।
-
সূর্য তাপ ও জলভাগের প্রাচুর্যের কারণে বাষ্পীভবনের মাত্রা বেশি, ফলে এখানে পরিচলন বৃষ্টিপাত বেশি হয়; বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭০০–২৫০০ মিমি।
-
মৃত্তিকা কৃষিকাজের জন্য উপকারী, তবে অতিরিক্ত তাপ ও বৃষ্টিপাতের কারণে মাটি ক্ষয় হয়।
0
Updated: 1 month ago
মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটসমূহের সঞ্চালনের কারণে নিচের কোনটি ঘটে?
Created: 1 month ago
A
টর্নেডো
B
প্রবল বৃষ্টি
C
তুষারপাত
D
ভূমিকম্প
পাত সঞ্চালন হলো পৃথিবীর সঞ্চালনশীল মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলির গতিশীলতা, যা ভূমিকম্পের প্রধান কারণ।
পাত সঞ্চালনের তথ্য:
-
যখন সঞ্চালনশীল পাতসমূহ পরস্পরের সাথে সংঘর্ষ করে, তখন ভূমিকম্প ঘটে। এজন্য পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো সাধারণত পাটসীমা বরাবর অবস্থিত।
-
এছাড়া, যখন সঞ্চালনশীল পাত দুটি পরস্পর থেকে দূরে সরে যায় বা সামনে-পিছনে গতিশীল হয়, তখন ভূ-গর্ভে চাপের তারতম্য সৃষ্টি হয় এবং ফলস্বরূপ ভূমিকম্প ঘটে।
0
Updated: 1 month ago