বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা -
A
১২ নটিক্যাল
B
২২.২২ নটিক্যাল
C
২২০ নটিক্যাল
D
৩৬০ নটিক্যাল
উত্তরের বিবরণ
বাংলাদেশের সমুদ্রসীমা দেশের ভূগোল ও অর্থনৈতিক অঞ্চল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বঙ্গোপসাগরের উপকূলরেখার দৈর্ঘ্য: ৭১৬ কিলোমিটার
-
বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিলোমিটার)
-
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিলোমিটার)
-
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
Created: 21 hours ago
A
১৭.৪৬%
B
২০.৭১%
C
২৮.৩১%
D
৩১.২৫%
বায়ুমণ্ডল মূলত বিভিন্ন গ্যাস এবং কণিকায় গঠিত, যার প্রতিটি উপাদানের নিজস্ব শতকরা অংশ রয়েছে।
-
নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
-
অক্সিজেন ⇒ ২০.৭১%
-
আর্গন ⇒ ০.৮০%
-
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
-
ওজোন ⇒ ০.০০০১%
-
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
-
জলীয়বাষ্প ⇒ ০.৪১%
-
ধূলিকণা ও কণিকা ⇒ ০.০১%
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago
Swatch of No Ground ভূমিরূপটি কোথায় অবস্থিত?
Created: 5 days ago
A
সুন্দরবনে
B
হাওর অঞ্চলে
C
বঙ্গোপসাগরে
D
ভারত মহাসাগরে
Swatch of No Ground (গঙ্গা খাদ), বঙ্গোপসাগর
-
এটি বঙ্গোপসাগরে অবস্থিত খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।
-
মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
অবস্থান: গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে।
-
অন্য নাম: গঙ্গা খাদ।
-
প্রস্থ: প্রায় ৫–৭ কিলোমিটার।
-
তলদেশ: তুলনামূলকভাবে সমতল, পার্শ্ব দেয়াল প্রায় ১২° হেলানো।
-
গভীরতা: মহীসোপানের কিনারায় প্রায় ১,২০০ মিটার।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যানের গবেষণায় দেখা যায়, এটি অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলে।
-
প্রকৃত উপত্যকার প্রস্থ: প্রায় ১৪ কিলোমিটার।
-
গভীরতম অংশ: প্রায় ১,৩৫০ মিটার।
-
অংশ: বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখা (বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা)।

0
Updated: 5 days ago
মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 20 hours ago
A
আরাকান পাহাড়
B
সিকিমের পার্বত্য অঞ্চল
C
আসামের লুসাই পাহাড়
D
মানস সরোবর হ্রদ
বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভূগোল এবং নদী ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতে গঙ্গা নদী থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
-
যমুনা নদী: উৎপত্তিস্থল মানস সরোবর হ্রদ, কৈলাশ শৃঙ্গ, যা ব্রহ্মপুত্র নদীর অংশ।
-
কর্ণফুলী নদী: উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
-
কর্তোয়া নদী: উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
-
সাঙ্গু নদী: উৎপত্তিস্থল আরাকান পাহাড়, মিয়ানমার-বাংলাদেশ সীমানায়।
-
হালদা নদী: উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
-
মহানন্দা নদী: উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago