যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
A
RCPCF
B
RCFPC
C
RCPFC
D
RFCPC
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
সমাধান:
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = RCPFC
TIGER শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
T(20) + 2 → V (22)
I(9) + 2 → K (11)
G (7) + 2 → I (9)
E(5) + 2 → G (7)
R (18) + 2 → T (20)
∴ TIGER = RGECP
অনুরূপভাবে,
PANDA শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
P (16) + 2 → R(18)
A (1) + 2 → C (3)
N (14) + 2 → P (16)
D (4) + 2 → F (6)
A (1) + 2 → C (3)
∴ PANDA = RCPFC

0
Updated: 21 hours ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 1 week ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:

0
Updated: 1 week ago
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
Created: 2 weeks ago
A
১১
B
১৩
C
১৪
D
১৭
মানসিক দক্ষতা
দশমিক-ভগ্নাংশ (Decimal Fraction)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
18
B
20
C
23
D
26
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 23
প্রথম চিত্রে,
(25 + 23)/3
= 48/3
= 16
দ্বিতীয় চিত্রে,
(18 + 63)/3
= 81/3
= 27
তৃতীয় চিত্রে,
(33 + 36)/3
= 69/3
= 23

0
Updated: 1 week ago