নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
A
১২ টি
B
১৮ টি
C
২২ টি
D
২৬ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান: 
চিত্রে সাধারণ ত্রিভুজগুলো হলো- AHB, GHI, BJC, GFE, GIE, IJE, CEJ, CDE অর্থাৎ ৮ টি।
একটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- HEG, BEC, HBE, JGE, ICE অর্থাৎ ৫ টি।
দুইটি রেখা ছেদ করে এমন ত্রিভুজগুলো হলো- FHE, GCE, BED অর্থাৎ ৩ টি।
৩ টি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AGC অর্থাৎ ১ টি।
চার বা ততোধিক রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AFD অর্থাৎ ১ টি।
মোট ত্রিভুজ = ৮ + ৫ + ৩ + ১ + ১ = ১৮ টি
0
Updated: 1 month ago
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
Created: 1 month ago
A
২৬টি
B
২৮টি
C
১৮টি
D
৩৪টি
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪) মোট ১৪টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১২, ৪৫, ৫৬,৬৭, ৪৭, ৯১০, ১১১২,১১১৪, ১২১৩, ১৩১৪) মোট ১০টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪৭, ৪৭৮, ৮১১১২, ৩১১১২) মোট ৪টি
∴ মোট ত্রিভুজ সংখ্যা (১৪ + ১০ + ৪) = ২৮টি
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 month ago
A
৫ টি
B
৭ টি
C
৮ টি
D
১০ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:
সাধারণ ত্রিভুজ হলো- AJF, FBG, GCH, HDI, IEJ অর্থাৎ ৫ টি।
দুইটি রেখা ছেদ করেছে এমন ত্রিভুজ হলো- EBH, AIC, EFC, ADG, BJD অর্থাৎ ৫ টি।
∴ মোট ত্রিভুজ = (৫ + ৫) টি = ১০ টি
0
Updated: 1 month ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
৪ মিটার
B
৮ মিটার
C
৪√৩ মিটার
D
১২ মিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২
প্রশ্নমতে,
(√৩/৪) × (বাহু)২ = ১৬√৩
⇒ (বাহু)২ = (১৬√৩ × ৪)/√৩
⇒ (বাহু)২ = ৬৪
⇒ বাহু = ৮ [ বর্গমূল করে ]
0
Updated: 2 months ago