যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
A
৪২
B
৩৬
C
৬৬
D
৪০
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি ট × G = ৭৭ হয় তবে জ × E = নিচের কোনটি?
সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ ট এর অবস্থানগত মান = ১১
ইংরেজি বর্ণমালা G এর অবস্থানগত মান = ৭
ট × G = ১১ × ৭ = ৭৭
একইভাবে,
জ × E = ৮ × ৫ = ৪০

0
Updated: 21 hours ago
If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
Created: 1 week ago
A
Obtain
B
Mantain
C
Captain
D
Certain
প্রশ্ন: If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
সমাধান:
যেহেতু A = 2, B = 3, C = 4 অর্থাৎ alphabetical ক্রম + ১।
অতএব, 4, 2, 17, 21, 2, 10, 15
এর জন্য alphabetical ক্রম,
3, 1, 16, 20, 1, 9, 14
c a p t a i n

0
Updated: 1 week ago
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
Created: 21 hours ago
A
RCPCF
B
RCFPC
C
RCPFC
D
RFCPC
প্রশ্ন: যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
সমাধান:
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = RCPFC
TIGER শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
T(20) + 2 → V (22)
I(9) + 2 → K (11)
G (7) + 2 → I (9)
E(5) + 2 → G (7)
R (18) + 2 → T (20)
∴ TIGER = RGECP
অনুরূপভাবে,
PANDA শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
P (16) + 2 → R(18)
A (1) + 2 → C (3)
N (14) + 2 → P (16)
D (4) + 2 → F (6)
A (1) + 2 → C (3)
∴ PANDA = RCPFC

0
Updated: 21 hours ago
নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
Created: 1 week ago
A
৩ টি
B
৪ টি
C
৫ টি
D
৮ টি
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
সমাধান:
প্রদত্ত চিত্রে আরো ৫ টি বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে।
অর্থাৎ প্রশ্নে প্রদত্ত চিত্রে ১, ২, ৩, ৪, ৫ নং বর্গক্ষেত্রগুলো যোগ করা হলে একটি বৃহৎ বর্গ ক্ষেত্র ABCD পাওয়া যাবে।

0
Updated: 1 week ago