কোন রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
A
৭০০টি
B
৪০০টি
C
৫০০টি
D
৬০০টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
সমাধান:
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২৫ - ১) = ২৪টি [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]
∴ মোট টিকেট রাখতে হবে = (২৫ × ২৪)টি
= ৬০০টি
0
Updated: 1 month ago
এক হালি ডিম ৪০ টাকায় বিক্রয় করা হলে যত ক্ষতি হয়, ৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। এক হালি ডিমের ক্রয়মূল্য কত?
Created: 4 weeks ago
A
৪৫ টাকা
B
৫০ টাকা
C
৫৫ টাকা
D
৬০ টাকা
প্রশ্ন: এক হালি ডিম ৪০ টাকায় বিক্রয় করা হলে যত ক্ষতি হয়, ৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। এক হালি ডিমের ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
এক হালি ডিমের ক্রয়মূল্য = ক টাকা
এখন,
৪০ টাকায় বিক্রয় করা হলে ক্ষতি = (ক - ৪০) টাকা
আবার,
৮০ টাকায় বিক্রয় করা হলে লাভ = (৮০ - ক) টাকা
প্রশ্নমতে,
৮০ - ক = ৩(ক - ৪০)
⇒ ৮০ - ক = ৩ক - ১২০
⇒ ৩ক + ক = ৮০ + ১২০
⇒ ৪ক = ২০০
⇒ ক = ২০০/৪
⇒ ক = ৫০
∴ এক হালি ডিমের ক্রয়মূল্য = ৫০ টাকা
0
Updated: 4 weeks ago
একটি পণ্য ৩৮৪ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলে পণ্যটির ক্রয়মূল্য কত?
Created: 4 weeks ago
A
৩০০ টাকা
B
৩২০ টাকা
C
৩৫৪ টাকা
D
৩৬০ টাকা
প্রশ্ন: একটি পণ্য ৩৮৪ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলে পণ্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ / ১২০) টাকা
∴ বিক্রয়মূল্য ৩৮৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮৪)/১২০ টাকা
= ৩২০ টাকা
0
Updated: 4 weeks ago
যদি ৫ + ৩ = ২৮, ৮ + ৭ = ১১৫, ১০ + ৫ = ৫১৫ হয়, তবে ১২ + ৩ =?
Created: 1 month ago
A
১৫৫
B
৯১৫
C
৮১৬
D
১৫৯
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৮ + ৭ = ১১৫, ১০ + ৫ = ৫১৫ হয়, তবে ১২ + ৩ =?
সমাধান:
এখানে
৫ + ৩ = ২৮ ⇒ ৫ - ৩ = ২, ৫ + ৩ = ৮
৮ + ৭ = ১১৫ ⇒ ৮ - ৭ = ১, ৮ + ৭ = ১৬
১০ + ৫ = ৫১৫ ⇒ ১০ - ৫ = ৫, ১০ + ৫ = ১৫
একইভাবে,
১২ - ৩ = ৯, ১২ + ৩ = ১৫
সুতরাং, ১২ + ৩ = ৯১৫
0
Updated: 1 month ago