হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেমন সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির তেমন সম্পর্ক?
A
আরাকান পর্বত
B
মেঘালয় পর্বত
C
লুসাই পাহাড়
D
কৈলাস শৃঙ্গ
উত্তরের বিবরণ
প্রশ্ন: হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক, সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?
সমাধান:
-
হোয়াংহো নদীর উৎপত্তি কুয়েনলুন পর্বত থেকে।
-
সাঙ্গু নদীর উৎপত্তি আরাকান পর্বত থেকে।
কয়েকটি নদীর উৎপত্তিস্থল:
-
কর্ণফুলি: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান নদী, উৎপত্তি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে।
-
পদ্মা: বাংলাদেশের প্রধান নদী, উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে (মধ্য হিমালয়)।
-
মহানন্দা: উৎপত্তি হিমালয়ের পাদদেশে দার্জিলিং-এর নিকটবর্তী মহালড্রীম পর্বত থেকে।

0
Updated: 21 hours ago