দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান কত?
A
৮৯°০১' থেকে ৯৩০ ৪১′ পূর্ব
B
৮৮° ০১' থেকে ৯২°৪১′ পূর্ব
C
৮৭° ০১' থেকে ৯১°০ ৪১′ পূর্ব
D
৮৬° ০১' থেকে ৯০°৪১′ পূর্ব
উত্তরের বিবরণ
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নির্ধারণ করে দেশের আকার, বিস্তৃতি এবং ক্রান্তীয় অঞ্চলের অবস্থান।
-
ভৌগোলিক অবস্থান বলতে কোনো দেশের অবস্থানকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ভিত্তিতে নির্ধারণ করা বোঝায়।
-
বাংলাদেশ ৮৮° ০১′ থেকে ৯২° ৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২০° ৩৪′ থেকে ২৬° ৩৮′ উত্তর অক্ষ রেখার মধ্যে অবস্থিত।
-
দেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
-
পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার।
-
উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পর্যন্ত বিস্তৃতি প্রায় ৭৬০ কিলোমিটার।
-
প্রায় মাঝ বরাবর দেশের মধ্য দিয়ে পূর্ব-পশ্চিম কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
-
বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
দেশের তিনদিকের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago
নিচের কোনটি নিয়ত বায়ুপ্রবাহ?
Created: 20 hours ago
A
পার্বত্য বায়ু
B
মৌসুমি বায়ু
C
স্থলবায়ু
D
অয়ন বায়ু
বায়ুপ্রবাহের প্রকারভেদ বিভিন্ন ধরণের বায়ুর উৎপত্তি, দিক এবং বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিভক্ত।
-
মূল চার প্রকার বায়ুপ্রবাহ:
-
নিয়মিত বায়ু
-
স্থানীয় বায়ু
-
সাময়িক বায়ু
-
অনিয়মিত বায়ু
-
-
নিয়মিত বায়ুপ্রবাহের তিন প্রকার:
-
অয়ন বায়ু
-
মেরু বায়ু
-
পশ্চিমা বায়ু
-
-
সাময়িক বায়ুর প্রধান দুই প্রকার:
-
স্থলবায়ু ও সমুদ্রবায়ু
-
মৌসুমি বায়ু
-
-
স্থানীয় বায়ুর দুই প্রকার:
-
পার্বত্য বায়ু
-
উপত্যকা বায়ু
-
-
অনিয়মিত বায়ুর দুই প্রকার:
-
ঘূর্ণিবাত বায়ু
-
প্রতীপ ঘূর্ণিবাত বায়ু
-
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
কোনটি নবায়নযােগ্য সম্পদ হিসেবে বিবেচিত?
Created: 2 weeks ago
A
গ্যাস
B
তেল
C
কয়লা
D
বায়ু
অনবায়নযােগ্য সম্পদ:
-
একবার ব্যবহার করলে পুনরায় উৎপন্ন করা যায় না; মূলত প্রাকৃতিক।
-
উদাহরণ: তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম।
নবায়নযােগ্য সম্পদ:
-
পুনঃপুন ব্যবহারযোগ্য, অদূর ভবিষ্যতেও ঘাটতির সম্ভাবনা কম।
-
উদাহরণ: সূর্যের আলো, নদীর পানি, সমুদ্রের জোয়ার-ভাটা ও ঢেউ, বায়ু, ভূ-উত্তপ্ত শক্তি।
চাও, আমি এটাকে আরও সংক্ষিপ্ত এক লাইনে সাজিয়ে দিতে পারি।

0
Updated: 2 weeks ago
জলবায়ুর প্রধান নিয়ামক কোনটি?
Created: 21 hours ago
A
সমুদ্রস্রোত
B
বায়ুপ্রবাহ
C
অক্ষাংশ
D
উপরের সবগুলো
জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার গড় অবস্থা, যা সাধারণত ৩০-৪০ বছরের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
-
জলবায়ু বলতে কোনো অঞ্চলের অনেক বছরের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক গড় অবস্থা বোঝায়।
-
জলবায়ু নিয়ত পরিবর্তনশীল নয়, অর্থাৎ এটি স্থায়ী বৈশিষ্ট্য ধারণ করে।
-
আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য হলো:
-
আবহাওয়া ⇒ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের স্বল্পস্থায়ী অবস্থা।
-
জলবায়ু ⇒ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা।
-
-
বাংলাদেশের জলবায়ু ‘ক্রান্তীয় মৌসুমি’ ধরণের।
-
জলবায়ুর প্রধান নিয়ামকগুলো হলো: অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বনভূমি, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল এবং মৃত্তিকা।
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago