কোন প্রণালীকে বঙ্গোপসাগরের প্রবেশপথ বলা হয়?
A
দার্দানেলিস প্রণালী
B
হরমুজ প্রণালী
C
পক প্রণালী
D
মোজাম্বিকা প্রণালী
উত্তরের বিবরণ
পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী সমূহের মধ্যে কিছু প্রধান প্রণালী হল যেগুলো ভূগোলিক এবং নৌপথিক গুরুত্বে উল্লেখযোগ্য।
-
পক প্রণালী: এটি দক্ষিণ-পূর্ব ভারত এবং উত্তর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত বঙ্গোপসাগরের একটি প্রবেশপথ। প্রণালীর মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয় এবং এটি বঙ্গোপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে।
-
হরমুজ প্রণালী: পারস্য উপসাগর এবং ওমান সাগরের সংযোগকারী এই চ্যানেলটি ইরানকে আরব উপদ্বীপ ও ওমানের দক্ষিণ অংশ থেকে পৃথক করে।
-
মোজাম্বিকা প্রণালী: ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ প্রণালী যা মোজাম্বিকা এবং মাদাগাস্কারের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।
-
দার্দানিসিলস প্রণালী: ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী এই প্রণালীকে দার্দানেলিস প্রণালীও বলা হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে বলা হয়-
Created: 1 month ago
A
মৌসুমি বায়ু
B
অয়ন বায়ু
C
নিয়ত বায়ু
D
স্থলবায়ু
মৌসুমি বায়ু হলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের ফলে সৃষ্ট আঞ্চলিক বায়ু, যা বর্ষাকালে বিশেষভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
-
মৌসুমি শব্দটি এসেছে আরবি ভাষার “মত্তসুম”, যার অর্থ ঋতু।
-
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন অনুযায়ী শীত ও গ্রীষ্মে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার তারতম্য মৌসুমি বায়ু সৃষ্টি করে।
-
মৌসুমি বায়ু প্রধানত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় লক্ষ্য করা যায়, পাশাপাশি কর্কটক্রান্তি অঞ্চলের যুক্তরাষ্ট্র, উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, মধ্য এশিয়া ও উত্তর-পশ্চিম ভারতেও দেখা যায়।
-
উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল:
-
সূর্যকিরণ লম্বভাবে পড়ায় কর্কটক্রান্তিতে বায়ুর চাপ কমে এবং নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
-
দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে।
-
এ বায়ু এশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবলবেগে চলে আসে এবং চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান, কম্বোডিয়া, লাওস-এ বৃষ্টিপাত ঘটায়।
-
বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়েও বৃষ্টি হয়।
-
-
শীতকালে:
-
সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে এবং মকরক্রান্তিতে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
-
উত্তর গোলার্ধে স্থলভাগ শীতল হওয়ায় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়।
-
বায়ু উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যাকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলা হয় এবং এটি শুষ্ক থাকে।
-
মৌসুমি বায়ু যখন নিরক্ষরেখা অতিক্রম করে, ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে যায় এবং উত্তর-পশ্চিমে মৌসুমি বায়ুরূপে উত্তর অস্ট্রেলিয়ার দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঘটায়।
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ নিম্নের কোনটি?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
উরুগুয়ে
C
পেরু
D
ব্রাজিল
দক্ষিণ আমেরিকা মহাদেশ হলো একটি স্বাধীন দেশসমৃদ্ধ মহাদেশ, যা ১২টি দেশে বিভক্ত। এখানে রাজনৈতিক, ভাষাগত ও আয়তন ও জনসংখ্যার বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
দক্ষিণ আমেরিকা সম্পর্কে তথ্য:
-
মোট দেশ: ১২টি, যা স্বাধীন এবং জাতিসংঘভুক্ত।
-
দেশসমূহ: ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, গায়ানা, সুরিনাম।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল।
-
জনসংখ্যায় বৃহত্তম দেশ: ব্রাজিল।
-
ভাষা: ব্রাজিল, গায়ানা এবং সুরিনাম ছাড়া সমস্ত দেশে স্প্যানিশ সরকারী ভাষা।
-
ব্রাজিলের সরকারী ভাষা হলো পর্তুগিজ।
0
Updated: 1 month ago
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা কোনটি?
Created: 1 month ago
A
সুনামগঞ্জ
B
ঢাকা
C
সিলেট
D
বরিশাল
বাংলাদেশের নদী ব্যবস্থা দেশের ভূগোল ও পানি সম্পদের গুরুত্বপূর্ণ অংশ।
-
সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী: পদ্মা
-
জেলার সংখ্যা: ১২টি
-
-
সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী: মেঘনা
-
উপজেলার সংখ্যা: ৩৬টি
-
-
সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ: ঢাকা
-
নদীর সংখ্যা: ২২২টি
-
-
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা: সুনামগঞ্জ
-
নদীর সংখ্যা: ৯৭টি
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago