কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 90 সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
A
12 সে.মি.
B
21 সে.মি.
C
28 সে.মি.
D
30 সে.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 90 সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে,
2πr - 2r = 90
⇒ 2r(π - 1) = 90
⇒ r = 90/{2(π - 1)}
⇒ r = 45/{(22/7) - 1}
⇒ r = 45/{(22 - 7)/7}
⇒ r = 45/(15/7)
⇒ r = (45 × 7)/15
⇒ r = 21
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 21 সে.মি.

0
Updated: 21 hours ago
৩৬ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
Created: 4 months ago
A
১৩ সে.মি.
B
১৪ সে.মি.
C
১৮ সে.মি.
D
১২ সে.মি.
আসছে

0
Updated: 4 months ago
একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
Created: 4 weeks ago
A
972 ইঞ্চি
B
980 ইঞ্চি
C
1012 ইঞ্চি
D
1102 ইঞ্চি
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = 4 গজ 1 ফুট 5 ইঞ্চি
= (4 × 3 × 12) ইঞ্চি + (1 × 12) ইঞ্চি + 5 ইঞ্চি = (144 + 12 + 5) ইঞ্চি = 161 ইঞ্চি
বৃত্তের পরিধি = 2πr
= 2 × (22/7) × 161
= 1012 ইঞ্চি

0
Updated: 4 weeks ago
কোনো বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
Created: 21 hours ago
A
3 সে.মি.
B
7 সে.মি.
C
9.12 সে.মি.
D
11 সে.মি.
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিধি = 44 সে.মি.
প্রশ্নমতে,
2πr = 44
⇒ r = 44/2π
⇒ r = 44/{2 × (22/7)}
⇒ r = (44 × 7)/(2 × 22)
⇒ r = 7
∴ বৃত্তটির ব্যাসার্ধ = 7 সে.মি.

0
Updated: 21 hours ago