A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
আফ্রিকা
উত্তরের বিবরণ
বেনিন প্রজাতন্ত্র
-
বেনিন আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ।
-
এর পশ্চিমে টোগো, পূর্বে নাইজেরিয়া এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর সংলগ্ন।
-
দেশের সরকারী নাম হচ্ছে Republic of Benin।
-
রাজধানী শহর পোর্টো-নোভো হলেও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কোটোনু ব্যবহৃত হয়।
-
প্রধান ভাষা হিসেবে ফরাসি প্রচলিত।
-
মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় মধ্য আফ্রিকান ফ্রাঙ্ক।
⇒ বেনিন পূর্বে ফরাসি উপনিবেশ ছিল এবং ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন করে।
সূত্র: Britannica।

0
Updated: 1 month ago