রহমান ঘুরতে বের হয়ে পশ্চিম দিকে 8 কিমি যায়, এরপর উত্তর দিকে 7 কিমি যায়। সেখান থেকে পূর্বদিকে 8 কিমি গিয়ে অতঃপর উত্তর দিকে 8 কিমি যায়। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত?
A
12 কিমি
B
15 কিমি
C
17 কিমি
D
21 কিমি
উত্তরের বিবরণ
প্রশ্ন: রহমান ঘুরতে বের হয়ে পশ্চিম দিকে 8 কিমি যায়, এরপর উত্তর দিকে 7 কিমি যায়। সেখান থেকে পূর্বদিকে 8 কিমি গিয়ে অতঃপর উত্তর দিকে 8 কিমি যায়। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত?
সমাধান:
মনে করি,
রহমান B বিন্দু থেকে 8 কিমি পশ্চিমে C বিন্দুতে যায়।
C বিন্দু থেকে 7 কিমি উত্তরে D বিন্দুতে যায়।
D বিন্দু থেকে 8 কিমি পূর্বে E বিন্দুতে যায়।
E বিন্দু থেকে 7 কিমি উত্তরে A বিন্দুতে যায়।
BC = DE = 8
CD = EB = 7
AB = AE + EB = 8 + 7 = 15
যাত্রা শুরুর স্থান থেকে বর্তমান অবস্থানের দূরত্ব AB = 15 কিমি

0
Updated: 21 hours ago
Rahman is a boatman. He can row a boat at the speed of 5 km/hr upstream and 15 km/hr downstream. Find the speed of the stream.
Created: 6 days ago
A
5 km/hr
B
8 km/hr
C
6 km/hr
D
4 km/hr
Question: Rahman is a boatman. He can row a boat at the speed of 5 km/hr upstream and 15 km/hr downstream. Find the speed of the stream.
Solution:
Let’s denote:
B as Speed of the boat in still water (km/h)
S as Speed of the stream (km/h)
Speed of the boat upstream is the speed of the boat in still water minus the speed of the stream:
B - S = 5 km/hr -------- (1)
Speed of the boat downstream is the speed of the boat in still water plus the speed of the stream:
B + S = 15 km/hr -------- (2)
(1) + (2)
B - S = 5
B + S = 15
2B = 20
∴ B = 10 km/hr
Putting the value of B in (2)
∴ S = (15 - 10) km/hr = 5 km/hr
∴ The speed of the stream is 5 km/hr

0
Updated: 6 days ago
Over a span of 9 hours, a man traveled 61 km, part of it on foot at 4 km/hr and part by bike at 9 km/hr. What distance did he walk?
Created: 6 days ago
A
20 km
B
14 km
C
16 km
D
18 km
Question: Over a span of 9 hours, a man traveled 61 km, part of it on foot at 4 km/hr and part by bike at 9 km/hr. What distance did he walk?
Solution:
Let the time in which he travelled on foot = x hr
Then the time in which he travelled on bicycle =(9 - x) hr
distance = speed × time
⇒ 4x + 9(9 - x) = 61
⇒ 4x + 81 - 9x = 61
⇒ 5x = 20
⇒ x = 4
∴ The distance travelled on foot = 4 × 4 = 16 km

0
Updated: 6 days ago
কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
Created: 1 week ago
A
35 কি.মি.
B
25 কি.মি.
C
15 কি.মি.
D
17 কি.মি.
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সাধারণ জ্ঞান
প্রশ্ন: কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
এখানে,
DE = DC + CE = 10 + 10 = 20 কি.মি.
এখন, যাত্রাস্থান থেকে কামালের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202) = √(225 + 400)
= √625
= 25 কি.মি.

0
Updated: 1 week ago