একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা কত?
A
৮ টি
B
১৬ টি
C
২০ টি
D
২৪ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
বাহু সংখ্যা = ৮ টি [অষ্টভুজের বাহু সংখ্যা ৮ টি]
∴ অষ্টভুজের কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= {৮ × (৮ - ৩)}/২
= ৪ × ৫
= ২০ টি
0
Updated: 1 month ago
একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যুনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?
Created: 3 days ago
A
১
B
৩
C
২
D
৪
একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করতে পারে। কারণ, একটি ত্রিভুজ তিনটি বাহু নিয়ে গঠিত এবং প্রতিটি বাহু একটি সরলরেখা। একটি বৃত্ত কোনো সরলরেখাকে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করতে পারে, তবে ন্যূনতম একটি বাহুর সঙ্গে ছেদ ঘটলে সেটি দুইটি বিন্দুতেই হবে। তাই ন্যূনতম ছেদবিন্দুর সংখ্যা হবে ২।
-
ত্রিভুজের বাহু তিনটি, প্রতিটি বাহু বৃত্তকে সর্বাধিক ২টি বিন্দুতে ছেদ করতে পারে।
-
যদি বৃত্তটি শুধু একটি বাহুর সঙ্গে ছেদ করে, তবে সেই ছেদ হবে ২টি বিন্দুতে।
-
কোনো বাহুর সঙ্গে বৃত্ত যদি স্পর্শক আকারে থাকে, তখন ছেদ হবে ১টি বিন্দুতে, কিন্তু প্রশ্নে “ন্যূনতম” বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ পুরো ত্রিভুজের জন্য সর্বনিম্ন ছেদবিন্দু বিবেচনা করতে হবে।
-
ত্রিভুজ ও বৃত্তের পারস্পরিক অবস্থান অনুযায়ী ছেদবিন্দু সংখ্যা পরিবর্তিত হতে পারে—২, ৪, ৬ ইত্যাদি—but সর্বনিম্ন মান হলো ২টি বিন্দু।
অতএব সঠিক উত্তর হলো গ) ২।
0
Updated: 3 days ago
একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1080° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
Created: 1 month ago
A
16
B
8
C
12
D
10
প্রশ্ন: একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1080° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
সমাধান:
ধরি, বহুভুজের বাহুর সংখ্যা = n
আমরা জানি,
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°
প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1080°
⇒ n - 2 = 1080°/180°
⇒ n - 2 = 6
⇒ n = 6 + 2
∴ n = 8
0
Updated: 1 month ago
12 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
220 বর্গ সে.মি.
B
288 বর্গ সে.মি.
C
350 বর্গ সে.মি.
D
410 বর্গ সে.মি.
সমাধান:
দেওয়া আছে, ব্যাসার্ধ, r = 12 সে.মি.
তাহলে, ব্যাস = 2r = (12 × 2) = 24 [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান]
আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (24)2
= 576/2
= 288 বর্গ সে.মি.
∴ ক্ষেত্রফল = 288 বর্গ সে.মি.
0
Updated: 1 month ago