বাদুরতলা থেকে কান্দিরপাড় যেতে ৩ টি পৃথক পথ আছে এবং কান্দিরপাড় থেকে কোটবাড়ি যেতে ৭ টি পৃথক পথ আছে। মিজান কত প্রকারে বাদুরতলা থেকে কান্দিরপাড় হয়ে কোটবাড়ি যেতে পারবে?
A
২৮টি উপায়
B
১৮টি উপায়
C
২১টি উপায়
D
৯টি উপায়
উত্তরের বিবরণ
প্রশ্ন: বাদুরতলা থেকে কান্দিরপাড় যেতে ৩ টি পৃথক পথ আছে এবং কান্দিরপাড় থেকে কোটবাড়ি যেতে ৭ টি পৃথক পথ আছে। মিজান কত প্রকারে বাদুরতলা থেকে কান্দিরপাড় হয়ে কোটবাড়ি যেতে পারবে?
সমাধান:
মিজান বাদুরতলা থেকে কান্দিরপাড় হয়ে কোটবাড়ি যেতে পারবে = ৩ × ৭ উপায়ে
= ২১ উপায়ে
সুতরাং ২১টি উপায়ে মিজান কোটবাড়ি যেতে পারবে।
0
Updated: 1 month ago
Two pipes A and B can fill the tank in 24 and 36 minutes, respectively. Both the pipes are opened together. After how many minutes should the pipe B be turned off, so that the tank be fill in 18 minutes?
Created: 4 weeks ago
A
9 minutes
B
12 minutes
C
10 minutes
D
16 minutes
Question: Two pipes A and B can fill the tank in 24 and 36 minutes, respectively. Both the pipes are opened together. After how many minutes should the pipe B be turned off, so that the tank be fill in 18 minutes?
Solution:
Given that,
Pipe A fills the tank in 24 minutes.
Pipe B fills the tank in 36 minutes.
Total time to fill the tank = 18 minutes.
Now,
LCM of 24 and 36 = 72 (Total capacity of the tank).
Efficiency of pipe A = 72/24 = 3 units/minute.
Efficiency of pipe B = 72/36 = 2 units/minute.
Let,
pipe B be turned off after x minutes.
Pipe A works for 18 minutes.
Pipe B works for x minutes.
Work done by A in 18 minutes = 3 × 18 = 54 units.
Work done by B in x minutes = 2x = 2x units.
Total work done = 54 + 2x = 72
⇒ 2x = 72 - 54
⇒ 2x = 18
⇒ x = 18/2
∴ x = 9
∴ Pipe B should be turned off after 9 minutes.
0
Updated: 4 weeks ago
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
Created: 1 month ago
A
৬ ঘণ্টা
B
৫ ঘণ্টা
C
৮ ঘণ্টা
D
১০ ঘণ্টা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
সমাধান:
স্রোতের অনুকূলের বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ)
= (১২ + ৩) কিমি/ঘণ্টা
= ১৫ কিমি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলের বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ)
= (১২ - ৩) কিমি/ঘণ্টা
= ৯ কিমি/ঘণ্টা
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা
= ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে = ৪৫/৯ ঘণ্টা
= ৫ ঘণ্টা
∴ মোট সময় লাগে = (৩ + ৫) ঘণ্টা = ৮ ঘণ্টা
0
Updated: 1 month ago
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
Created: 2 months ago
A
৩০ ফুট
B
১০ ফুট
C
৪০ ফুট
D
৭০ ফুট
প্রশ্ন: একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
সমাধান:
∴ A ও B এর মধ্যকার দূরত্ব ২০ - ১০ = ১০ ফুট
0
Updated: 2 months ago