A : B = 2 : 3 এবং B : C = 4 : 5 হলে, A : B : C কত?
A
5 : 18 : 14
B
6 : 15 : 13
C
8 : 12 : 15
D
15 : 14 : 8
উত্তরের বিবরণ
সমাধান:
দেওয়া আছে,
A : B = 2 : 3 এবং B : C = 4 : 5
এখন,
A : B = 2 : 3 = (2 × 4) : (3 × 4) = 8 : 12
B : C = 4 : 5 = (4 × 3) : (5 × 3) = 12 : 15
∴ A : B : C = 8 : 12 : 15

0
Updated: 21 hours ago
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
Created: 4 months ago
A
৭২ : ১০৫
B
৭২ : ৩৫
C
৩৫ : ৭২
D
১০৫ : ৭২
প্রশ্ন: ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬
∴ মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (১৮ × ২ × ৬)
= ১০৫ : ২১৬
= ৩৫ : ৭২

0
Updated: 4 months ago
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২ : ৫ : ৮ হলে ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
Created: 1 month ago
A
২৪ ডিগ্রি
B
৬৪ ডিগ্রি
C
৮০ ডিগ্রি
D
৯৬ ডিগ্রি
ধরি: তিন কোণ =
⇒
বৃহত্তম কোণ =

0
Updated: 1 month ago
একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৮ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
Created: 1 week ago
A
৩ : ৪
B
৪ : ৫
C
৩ : ৫
D
৫ : ১৩
প্রশ্ন: একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ০.৮ অংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
সমাধান:
ধরি,
একটি সংখ্যা ক
এবং অপর সংখ্যাটি খ।
প্রশ্নমতে,
ক = খ এর ০.৮ অংশ
বা, ক = খ × ০.৮
বা, ক/খ = ০.৮
বা, ক/খ = ৮/১০
বা, ক/খ = ৪/৫
∴ সংখ্যা দুটির অনুপাত = ৪ : ৫।

0
Updated: 1 week ago