α = 2 + √3 এবং β = 2 - √3 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
A
p2 - 3p - 2 = 0
B
p2 - 5p + 3 = 0
C
p2 + 4p + 2 = 0
D
p2 - 4p + 1 = 0
উত্তরের বিবরণ
প্রশ্ন: α = 2 + √3 এবং β = 2 - √3 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
মূলদ্বয়, α = 2 + √3 এবং
β = 2 - √3
মূলদ্বয়ের যোগফল,
α + β = 2 + √3 + 2 - √3
∴ α + β = 4
মূলদ্বয়ের গুণফল,
αβ = (2 + √3) . (2 - √3)
= (2)2 - (√3)2
= 4 - 3
∴ αβ = 1
∴ নির্ণেয় সমীকরণ p2 - (α + β) p + αβ = 0
⇒ p2 - 4p + 1 = 0
∴ নির্ণেয় সমীকরণ, p2 - 4p + 1 = 0
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি বর্গ রয়েছে?
Created: 1 month ago
A
১৬ টি
B
২৪ টি
C
৩০ টি
D
৬৪ টি
সমাধান:
সাধারণ একক বর্গ হলো- ABGF, BCHG, CDIH, DEJI, FGLK, GHML, HINM, IJON, KLQP, LMRQ, MNSR, NOTS, PQVU, QRWV, RSXW, STYX অর্থাৎ ১৬ টি।
চারটি বর্গ দ্বারা গঠিত বর্গ হলো- ACMK, BDNL, CEOM, FHRP, GISQ, HJTR, KMWU, LNXV, MOYW অর্থাৎ ৯ টি।
নয়টি বর্গ দ্বারা গঠিত বর্গ হলো- ADSP, BETQ, FIXU, GJYV অর্থাৎ ৪ টি।
সবগুলো মিলিয়ে বৃহৎ বর্গ- AEYU অর্থাৎ ১ টি।
∴ মোট বর্গক্ষেত্র = ১৬ + ৯ + ৪ + ১ = ৩০ টি
শর্টকাট:
এটি একটি ৪ × ৪ বর্গক্ষেত্র।
∴ মোট বর্গ = ১২ + ২২ + ৩২ + ৪২
= ১ + ৪ + ৯ + ১৬
= ৩০ টি
0
Updated: 1 month ago
যদি 3x2 - px + 27 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং p < 0 হয় তাহলে p এর মান কত?
Created: 1 month ago
A
- 9
B
1/9
C
- 12
D
- 18
গণিত
অসমতা (Inequality)
বীজগণিত (Algebra)
সরল সমীকরণ (Simple/linear equation)
সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)
প্রশ্ন: যদি 3x2 - px + 27 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং p < 0 হয় তাহলে p এর মান কত?
সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো, 3x2 - px + 27 = 0
এই সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে আমরা পাই,
a = 3, b = - p, এবং c = 27
আমরা জানি যে, একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত হলো এর নিশ্চায়ক (discriminant) শূন্য হবে।
অর্থাৎ,b2 - 4ac = 0
⇒ (- p)2 - 4×3×27 = 0
⇒ p2 - 324 = 0
⇒ p2 = 324
⇒ p = ±√324
⇒ p = ±18
প্রশ্নে দেওয়া শর্ত অনুযায়ী, p < 0 হতে হবে।
সুতরাং, p-এর ঋণাত্মক মানটি গ্রহণ করতে হবে।
∴ p = - 18
0
Updated: 1 month ago
3x - y = 3, 5x + y = 21 হলে (x, y) এর মান-
Created: 6 months ago
A
(2, 5)
B
(2, 6)
C
(3, 5)
D
(3, 6)
প্রশ্ন: 3x - y = 3, 5x + y = 21 হলে (x, y) এর মান-
সমাধান:
3x - y = 3 ............... (1)
5x + y = 21 ..............(2)
(1) + (2) নং হতে পাই,
3x - y = 3
5x + y = 21
8x = 24
∴ x = 3
(1) নং এ x এর মান বসিয়ে পাই,
(3 × 3) - y = 3
বা, 9 - y = 3
বা, y = 9 - 3
∴ y = 6
∴ নির্ণেয় সমাধান (x, y) = (3, 6)
0
Updated: 2 weeks ago