একটি টেবিল ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ৮১০ টাকা বেশি হতো, তাহলে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
A
২২৬০ টাকা
B
১৮০০ টাকা
C
২৫০০ টাকা
D
২৭০০ টাকা
উত্তরের বিবরণ
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্যে = ১০০ - ২০ = ৮০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্যে = ১০০ + ১০ = ১১০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = ১১০ - ৮০ = ৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৮১০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = {(১০০/৩০) × ৮১০} = ২৭০০ টাকা
∴ টেবিলটির ক্রয়মূল্য হলো ২৭০০ টাকা।

0
Updated: 21 hours ago
A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to an 8% salary increase. What was this worker's salary before the new contract?
Created: 3 weeks ago
A
22000 TK.
B
22500 TK.
C
24000 TK.
D
25400 TK.
Question: A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to an 8% salary increase. What was this worker's salary before the new contract?
Solution:
ধরি, কর্মীর পূর্বের বেতন = x টাকা।
6% বৃদ্ধিতে বেতন = x + x এর 6%
= x + (6x/100) = 106x/100
বোনাস হিসেবে 450 টাকা যোগ করলে মোট বেতন = (106x/100) + 450
8% বৃদ্ধিতে বেতন = x + x এর 8%
= x + (8x/100) = (108x/100)
প্রশ্নমতে,
(106x/100) + 450 = (108x/100)
⇒ 450 = (108x/100) - (106x/100)
⇒ 450 = (2x/100)
⇒ x = (450 × 100)/2
∴ x = 22500
অর্থাৎ, কর্মীর পূর্ববর্তী বেতন ছিল 22500 টাকা।

0
Updated: 3 weeks ago
কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে ৯০০০ টাকা হয়। মুনাফা, আসলের ১/৪ অংশ হলে মুনাফার হার কত?
Created: 2 weeks ago
A
৫%
B
৮%
C
১০%
D
১২%
প্রশ্ন: কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে ৯০০০ টাকা হয়। মুনাফা, আসলের ১/৪ অংশ হলে মুনাফার হার কত?
সমাধান:
ধরি, আসল = ৪ টাকা
মুনাফা = আসলের ১/৪ অংশ = ৪ × (১/৪) = ১ টাকা
সুতরাং, মুনাফা-আসল = (৪ + ১) = ৫ টাকা
মুনাফা-আসল ৫ টাকা হলে আসল = ৪ টাকা।
মুনাফা-আসল ১ টাকা হলে আসল ৪/৫ টাকা।
মুনাফা-আসল ৯০০০ টাকা হলে আসল = (৪/৫) × ৯০০০ টাকা
= ৭২০০ টাকা।
এখন,
আসল, P = ৭২০০ টাকা
সময়, T = ৫ বছর
মোট মুনাফা = (মুনাফা-আসল - আসল)
= (৯০০০ − ৭২০০) টাকা
= ১৮০০ টাকা
আমরা জানি,
I = PRT/১০০
⇒ R = (I × ১০০) / (P × T)
⇒ R = (১৮০০ × ১০০)/(৭২০০ × ৫)
⇒ R = ১৮০০০০/৩৬০০০
⇒ R = ৫%
∴ মুনাফার হার = ৫%

0
Updated: 2 weeks ago
৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?
Created: 1 month ago
A
৫০০ টাকা
B
৬০০ টাকা
C
৪৫০ টাকা
D
৬৫০ টাকা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?
সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা

0
Updated: 1 month ago