প্রশ্ন: “কোন বানানটি শুদ্ধ?”
সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে—
-
শুদ্ধ বানান: পসারি
-
অর্থ: পণ্যবিক্রেতা
-
স্ত্রীলিঙ্গ: পসারিণী
উৎস:
কোন বানানটি শুদ্ধ?
A
পসারিনী
B
পসারীনী
C
পসারিণী
D
পসারিনি
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অভ্যন্তরীন
B
আভ্যন্তরীন
C
অভ্যন্তরীণ
D
আভ্যন্তরীণ
শুদ্ধ বানান: অভ্যন্তরীণ
এটি একটি বিশেষণ পদ।
শব্দটি সংস্কৃত উৎসের।
অর্থ:
মধ্যবর্তী; অভ্যন্তরে আছে এমন।
0
Updated: 1 month ago
'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 5 months ago
A
আলালের ঘরের দুলাল
B
মৃত্যুক্ষুধা
C
জোহরা
D
হাজার বছর ধরে
আলালের ঘরের দুলাল
‘আলালের ঘরের দুলাল’ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস, যা ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে তিনি তৎকালীন সমাজের অস্থিরতা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুসরণ, এবং অব্যবস্থাপূর্ণ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেন।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মতিলাল, এক ধনী বাবু বাবুরামের পুত্র, কুসঙ্গে পড়ে এবং পিতার অবহেলায় ধ্বংসের পথে এগিয়ে যায়। বাবার মৃত্যুর পর সে সমস্ত সম্পদ অপচয় করে ফেলে।
এই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র মোকাজান মিয়া ওরফে ঠকচাচা। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর, এবং বাবুরাম।
প্যারীচাঁদ মিত্র:
প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী। তিনি ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। সাহিত্য জগতে তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে পরিচিত।
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হয়ে হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
আলালের ঘরের দুলাল
মদ খাওয়া বড় দায়
জাত থাকার কি উপায়?
আধ্যাত্মিকা
উৎস: বাংলাপিডিয়া ও ড. সৌমিত্র শেখর-এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 5 months ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 2 months ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
উপন্যাসের বৈশিষ্ট্য:
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago