হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কীভাবে?
A
উচ্চতা বাড়িয়ে
B
দৈর্ঘ্য বাড়িয়ে
C
দৈর্ঘ্য কমিয়ে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কীভাবে?
সমাধান:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
অর্থাৎ, হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে এবং এর উচ্চতা যত কম হবে এর যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং কম বলপ্রয়োগ করতে হবে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস?
Created: 1 month ago
A
বাঁধান-হারা
B
মৃত্যুক্ষুধা
C
রিক্তের বেদন
D
কুহেলিকা
কুহেলিকা একটি রাজনৈতিক উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায়। পরে, ১৯৩১ খ্রিষ্টাব্দে উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম:
-
২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
-
বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' নামে পরিচিত।
-
আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।
-
কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
-
সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি।
-
২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
-
-
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উপন্যাস:
-
বাঁধন হারা
-
মৃত্যু-ক্ষুধা
-
0
Updated: 1 month ago
বিখ্যাত 'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ কে অনুবাদ করেন?
Created: 1 month ago
A
E.M Milford
B
Thomas Gray
C
James Long
D
Robert Frost
'নক্সী কাঁথার মাঠ' হলো জসীমউদ্দীনের রচিত একটি কালজয়ী কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনীকাব্য হিসেবে স্বীকৃত।
-
রচয়িতা ও রচনাকাল: জসীমউদ্দীন (১৯০৩–১৯৭৬), রচনাকাল ১৯২৯
-
কাব্যের ধরন: এটি একটি শিল্পসফল কাহিনীকাব্য
-
গঠন: কাব্যটি চোদ্দটি সর্গ বা ছোট ছোট দৃশ্যপটে বর্ণিত
-
ইংরেজি অনুবাদ: ১৯৩৯ সালে E.M. Milford 'The Field of the Embroidered Quilt' নামে এর ইংরেজি অনুবাদ করেন
0
Updated: 1 month ago
'লালসালু' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯৪০ সালে
B
১৯৪১ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৪৮ সালে
'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি কালজয়ী সাহিত্যকর্ম, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এটি ধর্ম, সমাজচেতনা ও নারী জাগরণের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করে। উপন্যাসটি ইংরেজিতে Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বহুমাত্রিক ও কালোত্তীর্ণ।
-
মূল বিষয়: ধর্ম, ব্যক্তি স্বার্থ, নারী জাগরণ ও সমাজচেতনা।
-
উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, জমিল, আমেন, খালেক ব্যাপার, রহিম, আক্কা, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
সৈয়দ ওয়ালীউল্লাহ:
-
আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকা।
-
প্রথম উপন্যাস: লালসালু।
উপন্যাসসমূহ:
-
কাঁদো নদী কাঁদো
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
উজানে মৃত্যু
0
Updated: 1 month ago