'Deceit' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
A
সংবিধান
B
ঘোষণাপত্র
C
পাণ্ডুলিপি
D
প্রতারণা
উত্তরের বিবরণ
প্রশ্ন: “‘Deceit’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কী?”
সমাধান:
-
Deceit → প্রতারণা
অন্যান্য সম্পর্কিত পারিভাষিক শব্দ:
-
Gazette → ঘোষণাপত্র
-
Manuscript → পাণ্ডুলিপি
-
Constitution → সংবিধান
0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষায় কোন ছন্দ প্রবর্তন করেন?
Created: 1 month ago
A
মাত্রাবৃত্ত ছন্দ
B
অমিত্রাক্ষর ছন্দ
C
স্বরবৃত্ত ছন্দ
D
ত্রিপদী ছন্দ
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন মহাকবি ও নাট্যকার, যিনি বাংলা সাহিত্যে নতুন ছন্দ ও রচনার ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা, কপোতাক্ষ নদ তীরবর্তী
-
সাহিত্যিক বিশেষত্ব:
-
বাংলাভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছেন নাটক ‘পদ্মাবতী’-এ
-
প্রথম অমিত্রাক্ষর কাব্যগ্রন্থ: ‘তিলোত্তমাসম্ভব কাব্য’
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘দ্য ক্যাপটিভ লেডি’
-
-
উল্লেখযোগ্য নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ?
Created: 1 month ago
A
রাখালী
B
ধানখেত
C
নক্সী কাঁথার মাঠ
D
সোজন বাদিয়ার ঘাট
‘রাখালী’ জসীম উদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা বাংলা পল্লিসাহিত্যের এক অমূল্য সংযোজন। কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে এবং এতে মোট ১৯টি কবিতা সংকলিত রয়েছে। এই কাব্যের অন্তর্গত বিখ্যাত কবিতা ‘কবর’, যা জসীম উদ্দীনকে জনমানসে বিশেষভাবে পরিচিত করে তোলে। তাঁর কবিতায় গ্রামীণ জীবনের সরলতা, ভালোবাসা, দুঃখ-বেদনা এবং মানবিক আবেগ অত্যন্ত জীবন্তভাবে প্রকাশ পেয়েছে।
জসীম উদ্দীন ছিলেন একাধারে কবি, শিক্ষাবিদ ও পল্লিসাহিত্যের সংগ্রাহক। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি লোকসাহিত্য সংগ্রহের মাধ্যমে বাংলার গ্রামীণ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরেন। তাঁর কবিতা ও গদ্যে গ্রামের মানুষের জীবন, প্রেম ও সংগ্রাম বাস্তবভাবে ফুটে উঠেছে। এজন্যই তাঁকে বলা হয় ‘পল্লিকবি’ জসীম উদ্দীন।
জসীম উদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 1 month ago
A
কল্লোল
B
বিজলী
C
দৈনিক নবযুগ
D
মোসলেম ভারত
কাজী নজরুল ইসলাম সাংবাদিকতাতেও সক্রিয় ছিলেন এবং কিছু পত্রিকার সম্পাদক ও পরিচালকের ভূমিকায় ছিলেন। তিনি কমরেড মুজাফ্ফর আহমদ এর সঙ্গে যৌথভাবে ‘দৈনিক নবযুগ’ পত্রিকা সম্পাদনা করেছেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা:
-
ধূমকেতু – ১৯২২ সালে প্রকাশিত।
-
লাঙ্গল – ১৯২৫ সালে প্রকাশিত; পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
অন্য পত্রিকাগুলো ও তাদের সম্পাদক:
-
বিজলী – সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
-
মোসলেম – ১৯২৮ সালে প্রকাশিত; সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
-
কল্লোল – সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাশ।
উৎস:
0
Updated: 1 month ago