হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?
A
৮৬ নিউটন
B
১০৬ নিউটন
C
১১৮ নিউটন
D
৯৮ নিউটন
উত্তরের বিবরণ
প্রশ্ন: “হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?”
সমাধান:
আমরা জানি, লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage) নির্ধারণ হয়—
প্রদত্ত:
-
যান্ত্রিক সুবিধা = ৩.৫
-
প্রযুক্ত বল = ২৮ নিউটন
প্রশ্নমতে:
∴ ২৮ নিউটন বল প্রয়োগ করে লিভার যন্ত্র ৯৮ নিউটন ভার তুলতে পারবে।

0
Updated: 22 hours ago
‘জয়গুণ’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 4 weeks ago
A
পদ্মার পলিদ্বীপ
B
সূর্য-দীঘল বাড়ী
C
পদ্মা নদীর মাঝি
D
হাজার বছর ধরে
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
-
উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত চিত্র।
-
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে উপন্যাসটি রচিত।
-
কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুণ।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
হারেম
-
মহাপতঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচিয়তা কে?
Created: 22 hours ago
A
আনিস চৌধুরী
B
সৈয়দ মুজতবা আলী
C
জহির রায়হান
D
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক ছিলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে সমধিক পরিচিতি অর্জন করেছিলেন। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যকর্ম কেবল বাংলাদেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত হয়েছে। তিনি ১৯৬৪ সালে রচিত “সীমানা ছাড়িয়ে” উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
তাঁর রচিত কাব্যনাট্যগুলো হলো
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরুলদীনের সারাজীবন
-
এখানে এখন
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
সৈয়দ শামসুল হকের কবিতা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি
উৎস:

0
Updated: 22 hours ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 2 weeks ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 weeks ago