নিচের শূন্য স্থানে কোনটি বসবে?
কঁ গং ঙয় ছড় —
A
ঞষ
B
জস
C
হস
D
ঝস
উত্তরের বিবরণ
প্রশ্ন: “নিচের শূন্য স্থানে কোনটি বসবে?
কঁ, গং, ঙয়, ছড় —”
সমাধান:
বাংলা বর্ণমালা:
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ
প্রদত্ত সিরিজের নিয়ম:
-
সিরিজের ১ম পদ: শুরুর ১ম ও শেষের ১ম বিজোড় বর্ণ → কঁ
-
সিরিজের ২য় পদ: শুরুর ৩য় ও শেষের ৩য় বিজোড় বর্ণ → গং
-
সিরিজের ৩য় পদ: শুরুর ৫ম ও শেষের ৫ম বিজোড় বর্ণ → ঙয়
-
সিরিজের ৪র্থ পদ: শুরুর ৭ম ও শেষের ৭ম বিজোড় বর্ণ → ছড়
অতএব, সিরিজের ৫ম পদ হবে:
-
শুরুর ৯ম ও শেষের ৯ম বিজোড় বর্ণ → ঝস
∴ শূন্যে বসবে ঝস।

0
Updated: 22 hours ago
'আগুন পাখি'- উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
রাহাত খান
B
হাসান আজিজুল হক
C
সেলিনা হোসেন
D
ইমদাদুল হক মিলন
‘আগুনপাখি’ উপন্যাস ও হাসান আজিজুল হক
রচয়িতা: হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক :
-
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
-
প্রধান পরিচয়: কথাসাহিত্যিক।
-
সম্মাননা:
-
১৯৬৭ – আদমজী সাহিত্য পুরস্কার
-
১৯৭০ – বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৯৯ – একুশে পদক
-
২০১৯ – স্বাধীনতা পদক
-
-
মৃত্যু: ১৫ নভেম্বর ২০২১
-
তাঁর একমাত্র কিশোর উপন্যাস: লাল ঘোড়া
-
উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ন, শিউলি, আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান
-
গল্পগ্রন্থ: নামহীন গোত্রহীন, সমুদ্রের স্বপ্ন, আত্মজা ও একটি করবী গাছ, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, রোদে যাবো, আমরা অপেক্ষা করছি, পাতালে হাসপাতালে
‘আগুনপাখি’ উপন্যাস :
-
উপন্যাসটি বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সংগ্রামী জীবন, রাজনৈতিক বিভেদ ও সাম্প্রদায়িকতার বাস্তব চিত্র তুলে ধরে।
-
মেঝ বউ চরিত্রটি উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু, যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংহতির প্রতীক হিসেবে প্রদর্শিত হয়েছে।
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলা ভাষা ও সাহিত্য

0
Updated: 2 weeks ago
'সুদীপ্ত শাহীন’ - মুক্তিযুদ্ধভিত্তিক কোন উপন্যাসের চরিত্র?
Created: 4 weeks ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
-
উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
আনোয়ার পাশার অন্যান্য উপন্যাসসমূহ
-
নিশুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
'রতন' কোন ছোটগল্পের কেন্দ্রীয় চরিত্র?
Created: 4 weeks ago
A
ক্ষুধিত পাষাণ
B
ডাকঘর
C
পোস্টমাস্টার
D
সমাপ্তি
‘পোস্টমাস্টার’ ছোটগল্প
-
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রারম্ভিক ছোটগল্পগুলোর একটি।
-
গল্পে একটি স্বজনহারা নিঃসহায় গ্রাম্য বালিকা এর স্নেহালোলুপ হৃদয় ও আসন্ন স্নেহবিচ্যুতির আশঙ্কা গল্পের শেষাংশে প্রতিফলিত হয়েছে।
-
এই আবেগ পাঠকের হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে অনুরণিত হয়।
-
কেন্দ্রীয় চরিত্র: রতন।
অন্য ছোটগল্পের উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
সমাপ্তি → মৃন্ময়ী
-
শাস্তি → চন্দরা
-
ক্ষুধিত পাষাণ → মেহের আলি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 weeks ago