বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
A
জাপান
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রধান সাহায্যপ্রদানকারী দেশসমূহ
বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ হিসেবে পরিচিত জাপান।
বাংলাদেশের প্রধান সাহায্যদাতা দেশগুলোর মধ্যে রয়েছে:
১। জাপান
২। যুক্তরাষ্ট্র
৩। ফ্রান্স
৪। জার্মানি
জাপান সম্পর্কে কিছু তথ্য:
-
জাপান একটি পূর্ব এশীয় দ্বীপরাজ্য।
-
এর রাজধানী শহর হলো টোকিও।
-
দেশটির মুদ্রা হল ইয়েন।
-
জাপানের সংবিধানকে ‘বিশ্বের শান্তির সংবিধান’ হিসেবে বিবেচনা করা হয়।
-
জাপানের আইনসভা দুই কক্ষ নিয়ে গঠিত, যার নাম ডায়েট।
-
পতাকার রঙ সাদা পটভূমিতে লাল বৃত্ত।
-
বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু।
-
প্রধান দ্বীপগুলো হলো: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এবং ওকিনাওয়া।
-
জাপানকে ‘সূর্যোদয়ের দেশ’ নামেও অভিহিত করা হয়।
সূত্র: U.S. Foreign Assistance by Country
0
Updated: 3 months ago
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
Created: 3 months ago
A
সুইডেন
B
নাইজেরিয়া
C
বাংলাদেশ
D
ভারত
সর্বশেষ Transparency International–এর Corruption Perceptions Index (CPI) 2024 অনুযায়ী এই চারটি দেশের অবস্থান:
-
বাংলাদেশ: স্কোর ২৩/১০০, অবস্থান ১৫১তম (দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের পরই দ্বিতীয় সর্বনিম্ন)
-
নাইজেরিয়া: স্কোর ২৬/১০০, অবস্থান ১৪০তম
-
ভারত: স্কোর ৩৮/১০০, অবস্থান ৯৬তম
-
সুইডেন: স্কোর ৮০/১০০, অবস্থান ৮তম
সুতরাং, এই তালিকায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হলো বাংলাদেশ, কারণ এটি সর্বনিম্ন স্কোর এবং নিম্নতম অবস্থানে রয়েছে।
| দেশ | CPI স্কোর | র্যাঙ্ক |
|---|---|---|
| বাংলাদেশ | ২৩ | ১৫১তম |
| নাইজেরিয়া | ২৬ | ১৪০তম |
| ভারত | ৩৮ | ৯৬তম |
| সুইডেন | ৮০ | ৮তম |
উত্তর: বিশ্বের তালিকায় তুলনামূলকভাবে এই চার দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে স্থান পেয়েছে।
0
Updated: 3 months ago
বাংলাদেশ-ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
International Conference on Civil and Political Rights
B
International Conference of Civil and Political Rights
C
International Covenant on Civil and Political Rights
D
International Covenant of Civil and Political Rights
বাংলাদেশ ICCPR বা International Covenant on Civil and Political Rights-এর স্বাক্ষরকারী একটি দেশ। এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষা করা।
পূর্ণরূপ: International Covenant on Civil and Political Rights
-
গৃহীত হয়: ১৯৬৬ সালে
-
কার্যকর হয়: ২৩ মার্চ, ১৯৭৬ সালে
-
গৃহীত কর্তৃপক্ষ: জাতিসংঘ সাধারণ পরিষদ
-
চুক্তির লক্ষ্য: বিশ্বের প্রতিটি মানুষ যেন সমানভাবে মৌলিক অধিকার পায়, সে উদ্দেশ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয়
-
উদ্দেশ্য: জীবনের অধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা
-
মোট অনুচ্ছেদ: ৫৩টি
-
বাস্তবায়ন তদারক সংস্থা: জাতিসংঘ মানবাধিকার কমিটি (UN Human Rights Committee)
-
বাংলাদেশের অনুমোদন: ২০০০ সালে
0
Updated: 2 weeks ago
বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
Created: 3 months ago
A
২ বার
B
৩ বার
C
১ বার
D
৪ বার
নিরাপত্তা পরিষদ (United Nations Security Council - UNSC)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ, যার মূল দায়িত্ব হলো বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাত প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
এই পরিষদে মোট সদস্য সংখ্যা ১৫ জন। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
-
স্থায়ী সদস্য দেশগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এই পাঁচটি পরাশক্তিকে সম্মিলিতভাবে পি-৫ (P-5) বলা হয়।
-
জাতিসংঘ সনদের ২৩ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাঠামো ও সদস্য নিয়োগ সম্পর্কিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
-
স্থায়ী সদস্যদের রয়েছে বিশেষ ভেটো ক্ষমতা—তাদের যে কোনো একজন যদি কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, তবে সেই প্রস্তাব পাশ হবে না।
-
অস্থায়ী সদস্যদের নির্বাচন করা হয় নির্দিষ্ট মেয়াদে, সাধারণত দুই বছরের জন্য। তারা ভেটো প্রয়োগ করতে না পারলেও আলোচনায় অংশগ্রহণ এবং সিদ্ধান্তে ভোটদানের অধিকার রাখে।
বিশেষ তথ্য:
-
বাংলাদেশ দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
-
প্রথমবার: ১৯৭৯-৮০ মেয়াদে
-
দ্বিতীয়বার: ২০০০-০১ মেয়াদে
-
তথ্যসূত্র: UN Security Council অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago