H+ সংকেত দ্বারা কোন কণিকা বুঝায়?
A
নিউট্রন
B
ইলেকট্রন
C
পজিট্রন
D
প্রোটন
উত্তরের বিবরণ
পরমাণুর মৌলিক কণিকাসমূহ হলো সেই সূক্ষ্ম কণিকা যেগুলো পরমাণু গঠনে অংশ নেয়। এগুলোর মধ্যে প্রধান তিনটি হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন।
প্রোটন (Proton):
-
প্রোটন হলো সমস্ত মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা।
-
এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে অবস্থান করে।
-
হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায়, তাকে প্রোটন বলা হয়।
-
প্রোটনের সংকেত হলো H⁺ বা P।
-
প্রোটনের ভর প্রায় হাইড্রোজেন পরমাণুর ভরের সমান।
-
প্রোটনের প্রকৃত ভর হলো 1.67 × 10⁻²⁴ g এবং আধান 1.60 × 10⁻¹⁹ C।
-
প্রোটনের আপেক্ষিক ভর ১ একক এবং আপেক্ষিক আধান +1।

0
Updated: 22 hours ago