অর্ধপরিবাহীর উদাহরণ কোনটি?
A
লোহা
B
জার্মেনিয়াম
C
তামা
D
প্লাস্টিক
উত্তরের বিবরণ
পদার্থকে তাদের তড়িৎ পরিবাহন ক্ষমতা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়: পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী।
-
পরিবাহী (Conductor):
-
যেসব পদার্থের মধ্য দিয়ে আধান সহজে প্রবাহিত হতে পারে, যেমন রূপা, তামা, লোহা ইত্যাদি।
-
সাধারণত সকল ধাতব পদার্থই পরিবাহী।
-
আধান প্রদান করলে চার্জ কোনো স্থানে আবদ্ধ না থেকে সমস্ত পরিবাহীতে ছড়িয়ে পড়ে।
-
দুটি আহিত বস্তুকে কোনো পরিবাহী দিয়ে যুক্ত করলে সহজেই আধান এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
-
পরিবাহী তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে না।
-
তাপ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহে বাধা বৃদ্ধি পায়।
-
-
অর্ধপরিবাহী (Semiconductor):
-
কিছু পদার্থ যেমন জার্মেনিয়াম, সিলিকন, যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মধ্যে।
-
আধান প্রবাহ করতে পারে, তবে পরিবাহীর তুলনায় কম এবং অপরিবাহীর তুলনায় বেশি।
-
পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে প্রধান পার্থক্য:
-
পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের ক্ষমতা হ্রাস পায়।
-
অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের ক্ষমতা বৃদ্ধি পায়।
-
অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, আর অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়।
-
-
-
অপরিবাহী (Insulator):
-
যেসব পদার্থের মধ্য দিয়ে আধান প্রবাহিত হতে পারে না, যেমন কাচ, কাঠ, প্লাস্টিক।
-
প্রায় সকল অধাতব পদার্থ অপরিবাহী।
-
আধান প্রদান করলে চার্জ সেই স্থানে আবদ্ধ থাকে এবং সঞ্চালিত হয় না।
-
দুটি আহিত বস্তুকে কোনো অপরিবাহী দিয়ে যুক্ত করলে আধান এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় না, ফলে তড়িৎ প্রবাহ তৈরি হয় না।
-
অপরিবাহী তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে।
-

0
Updated: 22 hours ago
নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ?
Created: 1 week ago
A
সিলিকন
B
লোহা
C
সোনা
D
তামা
অর্ধপরিবাহী পদার্থ হলো এমন পদার্থ যার তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পূর্ণ পরিবাহকের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এগুলোকে সেমিকন্ডাক্টর নামেও বলা হয়।
-
উদাহরণস্বরূপ: জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ।
-
অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ সাধারণ পরিবাহী এবং অন্ধ্রকের মধ্যবর্তী হয়।
-
সাধারণত এদের আপেক্ষিক রোধ 10⁻⁴ Ωm থেকে 10⁻² Ωm এর মধ্যে থাকে।
-
শুধুমাত্র আপেক্ষিক রোধের মান দেখে কোনো পদার্থকে অর্ধপরিবাহী হিসেবে চিহ্নিত করা যায় না, কারণ কিছু সংকর ধাতুর আপেক্ষিক রোধ জার্মেনিয়াম বা সিলিকনের সমপরিমাণ হলেও সেগুলো অর্ধপরিবাহী নয়।

0
Updated: 1 week ago
হোল কোন ধরনের আধান বহন করে?
Created: 3 weeks ago
A
ঋণাত্মক
B
ধনাত্মক
C
নিরপেক্ষ
D
পরিবর্তনশীল

0
Updated: 3 weeks ago