নিচের কোনটি অশুদ্ধ বানান?
A
চৌহান
B
চ্যাংদোলা
C
চ্যাংড়ামি
D
চ্যাচামেচি
উত্তরের বিবরণ
প্রশ্ন: “নিচের কোনটি অশুদ্ধ বানান?”
সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে—
-
অশুদ্ধ বানান: চ্যাচামেচি
-
শুদ্ধ রূপ: চ্যাঁচামেচি (বিশেষ্য)
অর্থ:
-
একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার
-
হট্টগোল
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 month ago
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 2 months ago
A
গাছে কাঁঠাল মাথায় তেল।
B
এটা লজ্জাকর ব্যাপার।
C
কালীদাস খ্যাতমান কবি।
D
একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ বাক্য- এটা লজ্জাকর ব্যাপার।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল মাথায় তেল।
• শুদ্ধ বাক্য- গাছে কাঁঠাল গোঁফে তেল।
• অশুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতমান কবি।
• শুদ্ধ বাক্য- কালীদাস খ্যাতিমান কবি।
• অশুদ্ধ বাক্য- একের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।
0
Updated: 2 months ago
কোন বানানটি সঠিক?
Created: 1 month ago
A
সমীচীন
B
সমিচিন
C
সমীচিন
D
সমিচীন
অপশনে প্রদত্ত বানান গুলোর মধ্যে শুদ্ধবানান – সমীচীন। সমীচীন (বিশেষণ)। এটি সংস্কৃত ভাষার শব্দ। এর অর্থ: সংগত; উপযুক্ত; উত্তম;
0
Updated: 1 month ago