পিস্টনের আয়তন যত বাড়ে ইঞ্জিনের শক্তি ততো বাড়ে। উক্তিটি _____?
A
সম্পর্কহীন
B
সত্য
C
মিথ্যা
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্নে বলা হয়েছে: “পিস্টনের আয়তন যত বাড়ে ইঞ্জিনের শক্তি ততো বাড়ে।”
এই উক্তিটি মিথ্যা।
কারণ
-
ইঞ্জিনের শক্তি পিস্টনের আয়তনের উপর নির্ভর করে না।
-
বরং এটি নির্ভর করে পিস্টন ও সিলিন্ডারের সংখ্যার উপর।
∴ তাই উক্তিটি মিথ্যা।
0
Updated: 1 month ago
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান কোন জেলায়?
Created: 1 month ago
A
যশোর
B
রাজশাহী
C
রংপুর
D
বরিশাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং মুসলিম নারীর জাগরণ ও অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
-
জন্ম ও পরিচয়: ৯ই ডিসেম্বর ১৮৮০, রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ।
-
সাহিত্যচর্চা: স্বামীর প্রেরণায় সাহিত্যচর্চা শুরু; সমকালীন মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী প্রকাশ।
-
শিক্ষা ও সংস্কারমূলক অবদান: সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এবং আনজুমান-ই-খাওয়াতীন-ই-ইসলাম প্রতিষ্ঠা করে মুসলিম নারীদের শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে সহায়তা।
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর (প্রবন্ধ)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 2 months ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
-
ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
-
এটি ১৮৫২ সালে তারাচরণ শিকদারের রচনা হিসেবে প্রকাশিত হয়।
-
‘কীর্তিবিলাস’ বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা হলেও, ‘ভদ্রার্জুন’ হলো ইংরেজি ও সংস্কৃত যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
-
নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ নিয়ে।
-
যদিও কাহিনি মহাভারত থেকে সংগ্রহ করা হয়েছে, তবুও এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
Created: 2 months ago
A
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
C
ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D
মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায় ও ‘দিবারাত্রির কাব্য’
‘দিবারাত্রির কাব্য’
-
এটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯৩৫ সালে।
-
প্রধান চরিত্র: হেরম্ব ও আনন্দ।
মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৯০৮ খ্রিস্টাব্দ, দুমকা, বিহারের সাঁওতাল পরগনা।
-
পৈতৃক নিবাস: বিক্রমপুর, ঢাকা জেলার মালবদিয়া গ্রাম।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার; ‘মানিক’ ছিল ডাকনাম।
-
কিশোরবেলায় ‘অতসীমামী’ রচনা, যা পরে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।
-
মাত্র ২১ বছর বয়সে রচনা করেন ‘দিবারাত্রির কাব্য’।
-
মোট রচনা: প্রায় ৫০টি উপন্যাস ও ২৪৪টি গল্প।
-
বিখ্যাত উপন্যাস: পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা — এই দুটি উপন্যাসের মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান।
প্রধান রচিত উপন্যাসসমূহ
-
পুতুলনাচের ইতিকথা
-
জননী
-
চিহ্ন
-
দিবারাত্রির কাব্য
-
শহরবাসের ইতিকথা
-
অহিংসা
-
শহরতলী
-
সোনার চেয়ে দামি
-
স্বাধীনতার স্বাদ
-
ইতিকথার পরের কথা
-
আরোগ্য ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 2 months ago