Nuance : Distinction : : ?
A
Hint : Suggestion
B
Shade : Spectrum
C
Trace : Existence
D
Remnant : Preservation
উত্তরের বিবরণ
Nuance শব্দটির অর্থ হলো কোনো মতামত, বর্ণ বা অবস্থার সূক্ষ্ম তারতম্য বা সূক্ষ্ম দ্যোতনা। আর Distinction মানে পার্থক্য, স্বাতন্ত্র্য বা পৃথককরণ। এই দুইটি শব্দ মূলত একই অর্থ বা সমার্থক অর্থ প্রকাশ করে।
অপশনে দেওয়া শব্দগুলোর মধ্যে –
-
Hint মানে ইঙ্গিত বা আভাস।
-
Suggestion মানে ক্ষীণ আভাস।
এই দুটি শব্দও একই ধরনের অর্থ বহন করে।
তবে অন্য অপশনগুলোর ক্ষেত্রে মিল নেই –
-
Remnant মানে অবশেষ, ছিটেফোঁটা বা অবশিষ্টাংশ।
-
Preservation মানে রক্ষা, রক্ষণ বা সংরক্ষণ।
-
Shade মানে আলো বাধাগ্রস্ত হয়ে তৈরি হওয়া অন্ধকার বা ছায়া।
-
Spectrum মানে বর্ণচ্ছটা বা বর্ণালি।
-
Trace মানে কোনো কিছুর উপস্থিতির চিহ্ন বা আলামত।
-
Existence মানে অস্তিত্ব বা বিদ্যমান থাকা।
সুতরাং, যেমন Nuance : Distinction সমার্থক সম্পর্ক বোঝাচ্ছে, তেমনি এর সঠিক অ্যানালজি হচ্ছে Hint : Suggestion।
Source:
0
Updated: 1 month ago
The study or theory of knowledge is called-
Created: 1 month ago
A
Psychology
B
Epistemology
C
Etymology
D
Philology
The study or theory of knowledge is called "Epistemology".
Epistemology (Noun)
-
English Meaning: The study or theory of knowledge, especially regarding its methods, validity, scope, and the distinction between justified belief and opinion.
-
Bangla Meaning: জ্ঞানতত্ত্ব।
Other options:
-
Psychology: The science of mind and behavior; মনোবিদ্যা বা মনোবিজ্ঞান।
-
Etymology: The study of the origin and history of words; শব্দের উৎপত্তি ও ইতিহাসসংক্রান্ত বিজ্ঞান।
-
Philology: The study of language, including its structure, historical development, and relationships; ভাষাবিজ্ঞান বা ভাষাতত্ত্ব।
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "euphemism"?
Created: 1 month ago
A
Directness
B
Veracity
C
Politeness
D
Straightforwardness
Euphemism এমন একটি বিশেষ্য, যা ব্যবহার করা হয় কোনো অপ্রিয় বা আক্রমণাত্মক শব্দ এড়িয়ে ভদ্র, শিষ্ট বা পরিশীলিত শব্দ দিয়ে প্রকাশ করার জন্য। দৈনন্দিন ভাষায় এটি সৌজন্য রক্ষার্থে বা পরোক্ষভাবে বক্তব্য প্রকাশে ব্যবহৃত হয়।
-
Euphemism (noun)
English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word
Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে ভদ্র বা পরোক্ষ শব্দের ব্যবহার; যেমন—‘মৃত্যু’ এর বদলে ‘পরলোকগমন’ বলা -
Correct Answer: গ) Politeness
-
Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (ভদ্র/পরিশীলিত শব্দ ব্যবহার), Delicacy (মাধুর্যময় কথা), Circumlocution (আড়ম্বরপূর্ণ বাকচাতুর্য)
-
Antonyms: Dysphemism (অপমানজনক/অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (যা আছে তাই সরাসরি বলা), Straightforwardness (সোজাসাপ্টা কথা), Directness (সরাসরি বলা)
-
Other Forms:
-
Euphemistic (adjective): সুভাষিত
-
-
Other Options:
-
Veracity (noun): সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
-
-
Example Sentences:
-
She wants to reclaim the word old and rejects euphemisms like elderly and seniors.
-
The story is patient, which some may find a euphemism for slow.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which sentence contains an abstract noun?
Created: 5 months ago
A
Honesty is the best policy.
B
He opened the door.
C
She bought a pen.
D
The cat is black.
Coming......
0
Updated: 5 months ago