Nuance : Distinction : : ?
A
Hint : Suggestion
B
Shade : Spectrum
C
Trace : Existence
D
Remnant : Preservation
উত্তরের বিবরণ
Nuance শব্দটির অর্থ হলো কোনো মতামত, বর্ণ বা অবস্থার সূক্ষ্ম তারতম্য বা সূক্ষ্ম দ্যোতনা। আর Distinction মানে পার্থক্য, স্বাতন্ত্র্য বা পৃথককরণ। এই দুইটি শব্দ মূলত একই অর্থ বা সমার্থক অর্থ প্রকাশ করে।
অপশনে দেওয়া শব্দগুলোর মধ্যে –
-
Hint মানে ইঙ্গিত বা আভাস।
-
Suggestion মানে ক্ষীণ আভাস।
এই দুটি শব্দও একই ধরনের অর্থ বহন করে।
তবে অন্য অপশনগুলোর ক্ষেত্রে মিল নেই –
-
Remnant মানে অবশেষ, ছিটেফোঁটা বা অবশিষ্টাংশ।
-
Preservation মানে রক্ষা, রক্ষণ বা সংরক্ষণ।
-
Shade মানে আলো বাধাগ্রস্ত হয়ে তৈরি হওয়া অন্ধকার বা ছায়া।
-
Spectrum মানে বর্ণচ্ছটা বা বর্ণালি।
-
Trace মানে কোনো কিছুর উপস্থিতির চিহ্ন বা আলামত।
-
Existence মানে অস্তিত্ব বা বিদ্যমান থাকা।
সুতরাং, যেমন Nuance : Distinction সমার্থক সম্পর্ক বোঝাচ্ছে, তেমনি এর সঠিক অ্যানালজি হচ্ছে Hint : Suggestion।
Source:

0
Updated: 22 hours ago
The battle of good versus evil. The word “good” is used as a:
Created: 1 month ago
A
Adjective
B
Adverb
C
Noun
D
Verb
Good as a Noun
-
English Meaning: something conforming to the moral order of the universe
-
Bangla Meaning: যা কিছু ভালো, যা কিছু ন্যায়, শুভ বা কল্যাণকর
-
Example Sentence:
-
The battle of good versus evil.
-
বাংলা অর্থ: ভালোর বিরুদ্ধে মন্দের যুদ্ধ।
-
She believes there is some good in everyone.
-
বাংলা অর্থ: সে বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে।
-
Other Parts of Speech
Part of Speech | Example | Bangla Meaning |
---|---|---|
Adjective | Keep up the good work. | ভালো কাজ চালিয়ে যাও। |
Adverb | The team is doing good this year. | দলটি এ বছর ভালো করছে। |
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago
Don’t dwell on the past too long.
Here 'past' is-
Created: 3 weeks ago
A
Noun
B
Conjunction
C
Preposition
D
Adjective
• Correct Answer: Noun
-
Complete Sentence: Don’t dwell on the past too long.
-
এখানে "past" স্পষ্টভাবে noun, কারণ এটি সময় বা অতীতকাল বোঝাচ্ছে, যা একটি ধারণা বা বস্তু হিসেবে ব্যবহার হয়েছে।
Other Parts of Speech for "Past":
-
Adjective: যেমন – past experience (অতীতের অভিজ্ঞতা)
-
Preposition: যেমন – He walked past the building (তিনি ভবনের পার হয়ে হেঁটেছেন)
-
Conjunction: কোনো বাক্য বা অংশ সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে প্রযোজ্য নয়
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago
What kind of noun is 'Cattle'?
Created: 4 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

0
Updated: 4 months ago