দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে "?" চিহ্নিত বস্তুটির ওজন কত হওয়া প্রয়োজন?
A
25 kg
B
30 kg
C
50 kg
D
45 kg
উত্তরের বিবরণ
প্রশ্ন: দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে "?" চিহ্নিত বস্তুটির ওজন কত হওয়া প্রয়োজন?

সমাধান:
দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে দুই পাশের বস্তুর ওজন ও দূরত্বের গুণফল একই হতে হবে।
শর্তমতে,
? × 2 = 10 × 5
⇒ ? = (10 × 5)/2
∴ ? = 25
অর্থাৎ, "?" চিহ্নিত বস্তুটির ওজন 25 kg হওয়া প্রয়োজন।
0
Updated: 1 month ago
ওজনটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
Created: 1 month ago
A
30 lb
B
35 lb
C
40 lb
D
45 lb
প্রশ্ন: ওজনটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এসব প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত যতগুলো কপিকল থাকবে তার দুই পাশে দুটি ঝুলন্ত রশি বিবেচনা করতে হবে।
আর যদি শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত কোন কপিকল না থাকে তবে, ঝুলন্ত রশি 1 টি বিবেচনা করতে হবে।
আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
এখানে, 180 lb ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 2 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 4.
তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 180/4 = 45 lb
0
Updated: 1 month ago