তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?
A
প্রস্থ
B
সমতল
C
বিন্দু
D
দৈর্ঘ্য
উত্তরের বিবরণ
প্রশ্নে বলা হয়েছে “তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?”। এর উত্তর বের করতে হলে জ্যামিতির মৌলিক নিয়মগুলো জানা দরকার।
-
দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়।
-
আবার, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়।
-
তাই সম্পর্ক দাঁড়ায়: তল রেখার সাথে সম্পর্কযুক্ত, আর রেখা বিন্দুর সাথে সম্পর্কযুক্ত।

0
Updated: 22 hours ago
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির গ্রন্থাকারে প্রকাশকাল-
Created: 3 days ago
A
১৯২৬ সাল
B
১৯৩৬ সাল
C
১৯৩৮ সাল
D
১৯৪৮ সাল
‘পদ্মানদীর মাঝি’
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৯৩৪ সালে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিক প্রকাশ, ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
বিষয়: পদ্মা তীরবর্তী ধীবর-জীবন
-
বিখ্যাত সংলাপ: "আমারে নিবা মাঝি লগে?" – কপিলা কুবেরকে উদ্দেশ্য করে
প্রধান চরিত্র:
-
কুবের
-
কপিলা
-
মালা
-
ধনঞ্জয়
-
গণেশ
-
শীতলবাবু
-
হোসেন মিয়া
মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে:
-
জন্ম: ১৯০৮, বিহারের সাঁওতাল পরগনার দুমকা
-
পৈতৃক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রাম
-
প্রকৃত নাম: প্রবোধকুমার, ডাকনাম: মানিক
-
ছোটবেলায় রচনা: অতসীমামী, দিবারাত্রির কাব্য
-
মোট প্রকাশনা: প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও ২৪৪ গল্প
-
জনপ্রিয় উপন্যাস: পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা
উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস:
-
জননী
-
চিহ্ন
-
দিবারাত্রির কাব্য
-
শহরবাসের ইতিকথা
-
অহিংসা
-
শহরতলী
-
সোনার চেয়ে দামি
-
স্বাধীনতার স্বাদ
-
ইতিকথার পরের কথা
-
আরোগ্য
ভাষান্তর: ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ

0
Updated: 3 days ago
স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি?
Created: 3 weeks ago
A
দীপনির্বাণ
B
নির্বাণদীপ
C
বিচিত্রা
D
বিদ্রোহ
স্বর্ণকুমারী দেবী:
-
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী।
-
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
-
দীর্ঘ ত্রিশ বছর ধরে মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন।
-
তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বাণ’।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো ‘কাহাকে’ (১৮৯৮), যা ইংরেজিতে The Unfinished Song নামে অনূদিত হয়েছে।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
তাঁর কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
তাঁর নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 3 weeks ago
'বত্রিশ সিংহাসন' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 4 weeks ago
A
রামরাম বসু
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রামমোহন রায়
বত্রিশ সিংহাসন
-
‘বত্রিশ সিংহাসন’ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
-
এটি ১৮০২ সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অনূদিত কাহিনি সংকলন।
-
বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ ও লেখক।
-
উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবেও কাজ করেছেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি সর্বাধিক গ্রন্থের রচয়িতা।
তার রচিত গ্রন্থসমূহ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago