নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
A
14325
B
12453
C
14235
D
14253
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই
1. Zebra
4. Zenith
2. Zodiac
5. Zoology
3. Zootomy
সঠিক উত্তর 14253
0
Updated: 1 month ago
'দনুবানু' চরিত্রটি কার সৃষ্টি?
Created: 2 months ago
A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
কালীপ্রসন্ন সিংহ
হুতোম প্যাঁচার নকশা
-
‘হুতোম প্যাঁচার নকশা’ আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন একটি গদ্য উপাখ্যান।
-
এটি ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে লেখা হয়েছে।
-
রচনাটি মূলত ব্যঙ্গ-বিদ্রূপাত্মক সামাজিক নকশা জাতীয়।
-
উল্লেখযোগ্য চরিত্র: দনুবানু।
কালীপ্রসন্ন সিংহ
-
বাংলা সাহিত্যে ‘হুতোমী বাংলা’ রীতির প্রবর্তক।
-
‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে তিনি পরিচিত।
-
জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাকোয়া, ১৮৪০ সালে।
-
‘হুতোমী বাংলা’ ভাষা রীতি অনুসরণ করে সাহিত্য রচনা করেছেন।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'বদিউল আলম' চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্গত?
Created: 2 months ago
A
অনীল বাগচীর
B
শ্যামল ছায়া
C
আগুনের পরশমণি
D
শ্যামল ছায়া
‘আগুনের পরশমণি’ উপন্যাস
-
উপন্যাসে ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের সামগ্রিক চিত্র অঙ্কিত হয়েছে।
-
এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
-
উপন্যাসের কাহিনি শুরু হয় যখন অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে মতিন সাহেব নামে একজন ভদ্রলোক আশ্রয় দেন।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য উপন্যাস
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কোন রীতিতে রচিত?
Created: 1 month ago
A
স্থিতলক্ষ্যবাদী রীতিতে
B
বাস্তববাদী রীতিতে
C
রোমান্টিক রীতিতে
D
চেতনাপ্রবাহ রীতিতে
‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাস
-
এই উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহ’র এক ব্যতিক্রমধর্মী ও অভিনব সাহিত্যকর্ম, যা বাংলা উপন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করেছে।
-
মূলত চেতনাপ্রবাহরীতি (stream of consciousness)-তে রচিত, যেখানে চরিত্র, আখ্যান এবং অন্তর্গত বাণী চেতনায় প্রবাহমান ধারার মাধ্যমে প্রকাশ পায়।
-
উপন্যাসে ইনটেরিয়র মনোলগ, ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশফরোয়ার্ড ইত্যাদি কৌশল প্রয়োগের মাধ্যমে চেতনার জটিল প্রবাহ ফুটিয়ে তোলা হয়েছে। এই জটিলতা শৈল্পিক ঘোর সৃষ্টি করে এবং উপন্যাসের বহুমাত্রিক বিষয়বস্তু ও আবেদনের দাবি পূরণ করে।
-
কাহিনীর কেন্দ্রবিন্দু হলো কুমুরডাঙ্গা নামের দরিদ্র মহকুমা শহরের জনজীবন।
-
স্টিমারঘাট উদ্বোধনকালে স্থানীয় হিন্দু জমিদারকে আমন্ত্রণ না দেওয়ার ফলে লেলানো লাঠিয়ালদের দৌরাত্ম্য এবং প্রতিশোধস্পৃহা।
-
বাকাল নদীতে চর পড়ায় স্টিমারঘাট বন্ধ হওয়া এবং চাকরি হারানো কর্মচারী খতিব মিঞার অসহায়ত্ব।
-
বন্ধ ঘাট নিয়ে উকিল কফিল উদ্দিনের প্রচেষ্টা ও সংগ্রাম।
-
নতুন হাকিম মুহাম্মদ মুস্তফা ও তাঁর বাগদত্তা খোদেজার মৃত্যু বা আত্মহত্যার রহস্য।
-
ডাক্তার বোরহানউদ্দিনের সমাজ ও মানুষের প্রতি ধারণা, রোগগ্রস্ত মানুষের প্রতি তার মনোভাব, এবং মানুষের নদীর কান্না শোনা।
-
-
উপন্যাসে এসব ঘটনা ও চরিত্র এক নতুন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়েছে, যা কাহিনীকে অভিনব মাত্রা এবং গভীরতা দিয়েছে।
0
Updated: 1 month ago