একটি পরীক্ষায় ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫% পাস করলে, কতজন শিক্ষার্থী ফেল করল?
A
২৮০ জন
B
১৯০ জন
C
২৬৫ জন
D
২৯৫ জন
উত্তরের বিবরণ
সমাধান:
১০০ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে = (১০০ - ৬৫) = ৩৫ জন
∴ ১ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে = ৩৫/১০০ জন
∴ ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে = (৮০০ × ৩৫)/১০০ = ২৮০ জন
সুতরাং, ২৮০ জন শিক্ষার্থী ফেল করেছে।

0
Updated: 22 hours ago
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Created: 4 months ago
A
১৮%
B
২০%
C
২৫%
D
১৫%
দাম বাড়লে, ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হয়:
এখানে,

0
Updated: 4 months ago
Every 2 minutes, 5 litres of water are poured into a 1,500 litre tank. After 3 hours, what percent of the tank will be full?
Created: 3 weeks ago
A
20%
B
30%
C
35%
D
40%
Question: Every 2 minutes, 5 litres of water are poured into a 1,500 litre tank. After 3 hours, what percent of the tank will be full?
Solution:
In 2 minutes, 5 liters is poured
In 180 minutes = (180 × 5)/2 = 450 liters
So, percentage filled = (450 × 100)/1500
= 30%

0
Updated: 3 weeks ago
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
Created: 2 months ago
A
২৫%
B
২৮%
C
৩০%
D
৩২%
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
সমাধান:
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন
= ৩০ জন

0
Updated: 2 months ago