The glasses ____ blurred.
A
is
B
are
C
is being
D
into
উত্তরের বিবরণ
সঠিক বাক্য: The glasses are blurred.
-
ইংরেজিতে: "The glasses are blurred."
-
বাংলায় অর্থ: "চশমাটা ঝাপসা।"
-
প্রদত্ত noun গুলো হলো plural nouns, তাই এগুলোর সঙ্গে plural verb ব্যবহার করা হয়।
-
উদাহরণস্বরূপ: spectacles, scissors, glasses, wages, amends, auspices, billiards, bowels, pliers, vitals, proceeds ইত্যাদি।
-
"Glasses" (eyeglasses) একটি plural noun, তাই এর সঙ্গে plural verb ("are") প্রয়োজন।

0
Updated: 22 hours ago
Fill in the blank with the correct word:
Although the scientist was initially dismissed as a crank, her ___ experiments eventually convinced the entire academic community of her genius.
Created: 15 hours ago
A
spurious
B
erratic
C
dubious
D
rigorous
সঠিক উত্তর হলো ঘ) rigorous। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
rigorous
-
Bangla Meaning: কঠোর, কঠিন নিয়ম বা পদ্ধতির অধীন
-
English Meaning: manifesting, exercising, or favoring rigor; very strict
-
Reasoning: Strict, careful experiments would convince the community
-
-
Other Options:
-
spurious
-
Bangla Meaning: মিথ্যা, ভ্রান্ত
-
English Meaning: Not genuine; false or fake
-
-
erratic
-
Bangla Meaning: অনিশ্চিত গতিসম্পন্ন
-
English Meaning: Not even or regular in pattern or movement; unpredictable
-
-
dubious
-
Bangla Meaning: সন্দেহজনক
-
English Meaning: Hesitating or doubting; not to be relied upon
-
-
-
Correct Sentence: Although the scientist was initially dismissed as a crank, her rigorous experiments eventually convinced the entire academic community of her genius.
-
Translation: যদিও প্রথমে এই বিজ্ঞানীকে একজন পাগলাটে বলে বিবেচনা করা হয়েছিল, তার কঠোর পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি শেষ পর্যন্ত সমগ্র শিক্ষাবিষয়ক সম্প্রদায় তার প্রতিভা স্বীকার করে নেয়।

0
Updated: 15 hours ago
She is standing _____ the window.
Created: 1 day ago
A
to
B
over
C
by
D
with
Complete sentence: She is standing by the window.
-
Bangla meaning: সে জানালার পাশে দাঁড়িয়ে আছে।
By (Preposition):
-
English meaning: in proximity to; near
-
Bangla meaning: কাছে; পাশে; নিকটে; ধারে
-
কোনো ব্যক্তি বা বস্তুর কাছে, পাশে বা নিকটে বোঝাতে by ব্যবহার করা হয়।
Source:

0
Updated: 1 day ago
____ of employees are absent.
Created: 3 weeks ago
A
one-third
B
one-thirds
C
two-third
D
ones-third
• Complete Sentence: One-third of employees are absent.
-
Bangla Meaning: এক তৃতীয়াংশ কর্মচারী অনুপস্থিত।
-
একাংশ ব্যতীত বাকি সকল ভগ্নাংশের ক্ষেত্রে verb plural হয়। এক্ষেত্রে noun-এর সাথে s/es যুক্ত হয়।
-
One-third, one-fourth, one-tenth ইত্যাদি দ্বারা বোঝানো হয় একাংশ।
-
একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে two-thirds, three-fourths ইত্যাদি ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 3 weeks ago