Identify the incorrect sentence:
A
She worked here five years ago.
B
She has been working here for five years.
C
She had worked here for five years.
D
She has been working here since five years.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো: "She has been working here since five years." বাক্যটি ভুল।
-
কারণ "since" ব্যবহার করা হয় কোনো সময়ের নির্দিষ্ট শুরু বোঝাতে (যেমন: since 2010)।
-
সময়ের পরিমাণ বোঝাতে যেমন five years, সেখানে "for" ব্যবহার করতে হবে।
সঠিক বাক্য: She has been working here for five years.
-
অর্থ: সে এখানে গত পাঁচ বছর ধরে কাজ করছে।
অন্যান্য বিকল্প:
-
She worked here five years ago.
-
ব্যাকরণগতভাবে সঠিক, কিন্তু অর্থ বদলে যায়।
-
-
She had worked here for five years.
-
past perfect tense, অর্থ সঠিক কিন্তু কালের পরিবর্তন ঘটেছে।
-

0
Updated: 22 hours ago
What is the antonym of 'gentle'?
Created: 4 months ago
A
harsh
B
modest
C
clever
D
rude
Rude ও Harsh দুটিই Gentle এর বিপরীত শব্দ, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• Gentle:
English meaning: calm, kind, or soft.
Bangla meaning: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- modest: not usually talking about or making obvious your own abilities and achievements: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- clever: showing intelligence, but not sincere, polite, or serious: চালাক; চতুর; দক্ষ।
- rude: not polite; offensive or embarrassing: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- harsh: unpleasant, unkind, cruel, or more severe than is necessary: রূঢ়; কর্কশ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago
Identify the correct passive form- Open the window.
Created: 2 months ago
A
The window shoud be opened.
B
Let the window be opened.
C
Let the window be opened by you.
D
The window must be opened.
• Imperative Sentence এর ক্ষেত্রে,
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম:
i) প্রথমে Let বসে +
ii) Object টি Subject রূপে বসে +
iii) be বসে +
iv) Verb এর past participle বসে।
- সেক্ষেত্রে শেষে by + subject ব্যবহার না করলেও হয়।
Active: Open the window.
Passive: Let the window be opened.

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Everybody have gone there.
B
Everybody are gone there.
C
Everybody has gone there.
D
Everybody has went there.
সঠিক বাক্য: Everybody has gone there.
🔹 "Everybody" একটি singular (একবচন) subject।
🔹 যেমন: Everybody, Nobody, Anybody — এগুলো একবচন হিসেবে ধরা হয়।
🔹 তাই এসব subject থাকলে verb-ও singular হবে।
🔹 এখানে "has" হলো singular verb, যা "everybody" এর সাথে ব্যবহার করা ঠিক।
🔹 বাক্যটি Present Perfect Tense-এ করা হয়েছে।
🔹 এই Tense-এ has/have + verb-এর past participle form হয়।
🔹 তাই go-এর past participle হলো "gone" — সেটা ব্যবহার হয়েছে।
🔹 সবশেষে, Subject-Verb Agreement অনুযায়ী "has gone" একবচন subject "everybody"-এর সাথে মিল রেখেছে।

0
Updated: 1 month ago