দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
A
১৯৭৬ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯৪ সালে
উত্তরের বিবরণ
দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক অগ্রযাত্রায় SAPTA ও SAFTA
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার প্রসারে দুটি গুরুত্বপূর্ণ চুক্তির নাম হলো SAPTA এবং SAFTA। এই দুটি উদ্যোগ SAARC সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলেছে।
SAPTA বা "সার্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি" গৃহীত হয় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক সমতা, সহযোগিতা এবং অগ্রাধিকারমূলক সুবিধা বিনিময়ের লক্ষ্যে।
-
চুক্তিটির নীতিগত সম্মতি আসে কলম্বোতে অনুষ্ঠিত ষষ্ঠ সার্ক সম্মেলনে।
-
আনুষ্ঠানিকভাবে এপ্রিল ১৯৯৩ সালে ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
পরবর্তীতে ১৯৯৫ সালে SAPTA কার্যকর হয়, যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা করে।
SAFTA বা "সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া" হলো একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি যা SAPTA-র ভিত্তির ওপর দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য গড়ে তোলার উদ্দেশ্যে প্রণীত।
-
এই চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি ২০০৪, ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে।
-
SAFTA কার্যকর হয় ১ জানুয়ারি ২০০৬।
-
এতে অংশগ্রহণকারী দেশগুলো হলো:
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা – মোট ৮টি রাষ্ট্র।
এই চুক্তিগুলো দক্ষিণ এশিয়ায় আন্তঃদেশীয় বাণিজ্য জোরদার করে অর্থনৈতিক উন্নয়নের একটি বৃহৎ ভিত্তি তৈরি করেছে।
উৎস: SAARC-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় -
Created: 3 months ago
A
১৯৯৫ সালে
B
১৯৯১ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৩ সালে
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।
ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।
উৎস: i) OSCE.org.
ii) Britannica.
0
Updated: 3 months ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 2 months ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com
0
Updated: 2 months ago
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Created: 2 months ago
A
জুন ২০০১
B
জুন ২০০০
C
জুন ২০০২
D
জুন ২০০৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ABM চুক্তি থেকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্র জুন ২০০২ সালে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে।
ABM Treaty (Anti-Ballistic Missile Treaty) সংক্রান্ত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty।
-
ধরন: ক্ষেপণাস্ত্র সীমিতকরণের দ্বিপাক্ষিক চুক্তি।
-
সংশ্লিষ্ট দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
-
বিকল্প নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems।
-
চুক্তি স্বাক্ষর: ২৬ মে, ১৯৭২, মস্কো, রাশিয়া।
-
চুক্তি কার্যকর: ৩ অক্টোবর, ১৯৭২।
-
মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
-
চুক্তি বাতিলের তারিখ: ১৩ জুন, ২০০২।
সংক্ষিপ্ত বিবরণ:
-
১৩ ডিসেম্বর, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়।
-
ছয় মাস পরে, জুন ২০০২-এ এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং চুক্তি বাতিল ঘোষণা করা হয়।
উৎস: Arms Control Association ওয়েবসাইট
0
Updated: 2 months ago