টেলিযোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত GSM-এর পূর্ণরূপ কী?
A
General Service for Messaging and Information Exchange
B
Global Satellite for Mobility and Telecommunication Services
C
General Security Module for Digital Mobile Networks
D
Global System for Mobile Communications
উত্তরের বিবরণ
GSM হলো একটি ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি যা মোবাইল ফোনে ভয়েস কল, SMS এবং মোবাইল ডেটা পরিষেবা প্রদান করে। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এবং সাধারণত দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে পরিচিত।
-
GSM-এর পূর্ণরূপ: Global System for Mobile Communications
-
১৯৮২ সালে European Telecommunications Standards Institute (ETSI) দ্বারা বিকাশ করা হয়।
-
Key Features:
-
TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করে একাধিক ব্যবহারকারীকে একই ফ্রিকোয়েন্সিতে সংযোগের সুবিধা প্রদান।
-
SIM (Subscriber Identity Module) Card ব্যবহার করে নেটওয়ার্ক অথেন্টিকেশন নিশ্চিত করা হয়।
-
2G নেটওয়ার্ক হিসেবে শুরু হলেও পরবর্তীতে 3G, 4G এবং 5G প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে।
-
International Roaming Support এর মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহার সম্ভব।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি ‘Phishing Attack’-এর সঠিক উদাহরণ?
Created: 1 month ago
A
ভুয়া ই-মেইল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করা
B
ভুয়া পরিচয়ে অন্যের কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া
C
নেটওয়ার্কে ডেটা আদান-প্রদানের সময় তথ্য হাতিয়ে নেওয়া
D
ব্যবহারকারীকে আসল ওয়েবসাইটের পরিবর্তে ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করানো
ফিশিং হলো একটি সাইবার প্রতারণার কৌশল, যেখানে হ্যাকাররা ভুয়া ইমেইল, মেসেজ বা ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে।
-
ফিশিং (Phishing): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কারো কাছ থেকে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন নাম, পাসওয়ার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করা।
-
সাধারণত ই-মেইল বা মেসেজের মাধ্যমে ফিশিং করা হয়। হ্যাকাররা ব্যবহারকারীর কাছ থেকে ওয়েবসাইটে তথ্য যাচাই বা ভেরিফিকেশন চায়।
-
যদি কেউ এ ফাঁদে পা দেয়, তবে হ্যাকাররা তথ্য সংগ্রহ করে তাকে বিভিন্ন ধরনের সাইবার বিপদে ফেলে দিতে পারে।
-
অন্যান্য সম্পর্কিত সাইবার হুমকি:
-
স্পুফিং (Spoofing): অপরাধীরা নিজের পরিচয় গোপন করে অন্যের পরিচয় বা ভুয়া ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের তথ্য চুরি করে।
-
স্নিফিং (Sniffing): কমিউনিকেশন লাইনের মধ্য দিয়ে তথ্য আদান-প্রদানের সময় তথ্য ক্যাপচার বা চুরি করার পদ্ধতি।
-
ফার্মিং (Pharming): ব্যবহারকারীকে তার কাঙ্খিত ওয়েবসাইটের পরিবর্তে অন্য ওয়েবসাইটে প্রবেশ করানো বা নিয়ে যাওয়ার কৌশল।
-
0
Updated: 1 month ago
Email এর কোন প্রোটোকল Message Retrieval এর জন্য ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
SMTP
B
POP3
C
TCP
D
FTP
POP3 হলো একটি প্রোটোকল যা ই-মেইল সার্ভার থেকে মেইল ডাউনলোড বা রিট্রিভ (Retrieval) করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীর ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল।
ই-মেইল:
-
১৯৭১ সালে আরপানেট এর মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
-
ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
-
ই-মেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি এবং ডোমেইন নেম নিয়ে গঠিত।
-
উদাহরণ: abc@def.com – @ এর পূর্বে থাকে ইউজার আইডি, এবং @ এর পরে থাকে ডোমেইন নেম।
-
ই-মেইল সার্ভারে POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
POP (Post Office Protocol):
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য POP3 সবচেয়ে জনপ্রিয়।
SMTP (Simple Mail Transfer Protocol):
-
মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টের মধ্যে মেইল পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করা হয়।
IMAP (Internet Message Access Protocol):
-
IMAP প্রোটোকল ব্যবহার করে ব্যবহারকারী শুধু মেইলবক্সে প্রবেশ করতে পারে, মেইল সরাসরি ডাউনলোড করা হয় না।
0
Updated: 1 month ago
জন ভন নিউম্যান আর্কিটেকচারে কোন বৈশিষ্ট্যটি যোগ হয়েছিল?
Created: 1 month ago
A
Stored Program Concept
B
Punch Card Input
C
Mechanical Gear System
D
Assembly Language
জন ভন নিউম্যান আর্কিটেকচারের প্রধান অবদান হলো Stored Program Concept, যার ফলে কম্পিউটারের নির্দেশনা (instructions) এবং ডেটা একই মেমোরিতে সংরক্ষণ করা সম্ভব হয়। এর আগে এই দুটি আলাদা স্থান থেকে পরিচালিত হতো।
-
জন ভন নিউম্যান (আসল নাম: জ্যানোস নিউম্যান, জন্ম: 28 ডিসেম্বর 1903, বুদাপেস্ট, হাঙ্গেরি – মৃত্যু: 8 ফেব্রুয়ারি 1957, ওয়াশিংটন, ডিসি, ইউ.এস.) একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ।
-
তিনি ফলিত গণিত, কোয়ান্টাম তত্ত্ব, স্বয়ংক্রিয় তত্ত্ব, অর্থনীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনা-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ভন নিউম্যান গেম থিওরির পথপ্রদর্শক ছিলেন এবং অ্যালান টুরিং ও ক্লড শ্যাননের সঙ্গে মিলিত হয়ে Stored-Program ডিজিটাল কম্পিউটারের ধারণা উদ্ভাবন করেছিলেন।
-
তিনি ভন নিউম্যান মেশিনের মাধ্যমে আধুনিক বা ক্লাসিক্যাল কম্পিউটারের মৌলিক নকশা নির্ধারণ করেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ENIAC নির্মাণে তিনি প্রধান তিনজন বিজ্ঞানীর একজন ছিলেন।
-
1946 সালে প্রকাশিত "ইলেক্ট্রনিক কম্পিউটিং ইন্সট্রুমেন্টের লজিক্যাল ডিজাইনের প্রাথমিক আলোচনা"-এ Stored Program Concept-এর ধারণাটি বিস্তারিতভাবে উপস্থাপন করেছিলেন।
0
Updated: 1 month ago