কম্পিউটারে প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট (IC) কোন প্রজন্মে ব্যবহার করা হয়েছিল?
A
প্রথম প্রজন্ম
B
দ্বিতীয় প্রজন্ম
C
তৃতীয় প্রজন্ম
D
চতুর্থ প্রজন্ম
উত্তরের বিবরণ
তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার করা হয়েছিল, যা কম্পিউটার প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।
-
কম্পিউটারের পাঁচটি প্রজন্ম:
-
প্রথম প্রজন্ম (১৯৪২ – ১৯৫৯)
-
দ্বিতীয় প্রজন্ম (১৯৫৯ – ১৯৬৫)
-
তৃতীয় প্রজন্ম (১৯৬৫ – ১৯৭১)
-
চতুর্থ প্রজন্ম (১৯৭১ – বর্তমান)
-
পঞ্চম প্রজন্ম (১৯৮২ – বর্তমান)
-
-
তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ – ১৯৭১):
-
একীভূত বর্তনী (IC – Integrated Circuit) এর ব্যবহার।
-
মিনি কম্পিউটারের আবির্ভাব।
-
উন্নত নির্ভরযোগ্যতা।
-
উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
-
উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
-
ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
-
উদাহরণ: IBM 360
-

0
Updated: 22 hours ago
3GPP এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
3rd Generation Partnership Project
B
3rd Generation Processing Protocol
C
3rd Grade Performance Program
D
3rd Generation Packet Platform
3GPP (3rd Generation Partnership Project):
-
এটি একটি আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা, যা মোবাইল টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড তৈরি ও উন্নয়ন করে।
মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম (3G: 2001-2008):
-
জাপানের DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে 3G মোবাইল ফোন চালু করে।
-
প্রযুক্তিগত পার্থক্য:
-
দ্বিতীয় প্রজন্মের ফোনে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হত।
-
3G ফোনে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার হয়।
-
সার্কিট সুইচিং: নির্দিষ্ট পথে ব্যান্ডউইথ পৌঁছে; নিরাপত্তা কম।
-
প্যাকেট সুইচিং: ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন পথে যায়; নিরাপত্তা বেশি।
-
-
উভয় সুইচিং পদ্ধতি ব্যবহার করা সম্ভব।
-
-
সুবিধাসমূহ: ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA (Freedom of Multimedia Access) ইত্যাদি।
-
উচ্চ ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার শুরু হয়; ডেটা ট্রান্সফার রেট 2 Mbps-এর বেশি।
3G-এর প্রধান স্ট্যান্ডার্ডসমূহ:
-
HSPA (High Speed Packet Access)
-
WCDMA (Wideband Code Division Multiple Access)
-
3GPP (3rd Generation Partnership Project)
-
UMTS (Universal Mobile Telecommunication System)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 2 weeks ago
তৃতীয় প্রজন্মের (3G) মোবাইল নেটওয়ার্কের জন্য ব্যবহৃত প্রধান রেডিও প্রযুক্তি কোনটি?
Created: 6 days ago
A
GSM
B
LTE
C
WCDMA
D
Wi-Max
WCDMA (Wideband Code Division Multiple Access) হলো তৃতীয় প্রজন্মের (3G) মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য ব্যবহৃত প্রধান রেডিও প্রযুক্তি, যা ডেটা ট্রান্সফারের গতি এবং নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি করে।
-
তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম:
-
মোবাইলের তৃতীয় প্রজন্ম (3G) মূলত ডেটা সার্ভিসের চাহিদা বৃদ্ধির কারণে সূচিত হয়।
-
২০০১ সালে জাপানের NTT DoCoMo WCDMA প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে।
-
এই দশকে থ্রিজি প্রযুক্তিতে High-Speed Downlink Packet Access (HSDPA) চালু হয়।
-
WCDMA পদ্ধতি পরবর্তীতে UMTS (Universal Mobile Telecommunication System) নামে পরিচিত হয়।
-
WCDMA প্রযুক্তিতে CDMA-এর উন্নত সংস্করণ ব্যবহার করা হয়, যা বিস্তৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে দ্রুত ডেটা ট্রান্সফার এবং উন্নত নেটওয়ার্ক সক্ষমতা নিশ্চিত করে।
-
উৎস:

0
Updated: 6 days ago