নিচের কোনটি সুনামি সৃষ্টি করতে পারে?
A
ভূমিকম্প
B
বন্যা
C
ঘূর্ণিঝড়
D
বজ্রপাত
উত্তরের বিবরণ
সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যেখানে ‘সু’ মানে বন্দর এবং ‘নামি’ মানে ঢেউ। অর্থাৎ সুনামি বলতে বোঝায় বন্দরের ঢেউ। এটি এক ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা সমুদ্র অঞ্চলে সৃষ্টি হয়।
-
সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস বা নভোজাগতিক ঘটনার কারণে সুনামি সৃষ্টি হতে পারে।
-
এই দুর্যোগ কেবল সাগরে সংঘটিত হয়।
-
সাধারণত সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামি তৈরি হয়।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইতিহাসের ভয়ঙ্কর একটি সুনামি ঘটে।
-
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে একটি মারাত্মক ভূমিকম্প হয়েছিল।
-
ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৯।
-
এই সুনামিতে প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারায়, যার মধ্যে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই নিহত হয় প্রায় এক লাখ মানুষ।
-
সুনামি অগভীর পানির দিকে আসতে থাকলে ধীরে ধীরে তার শক্তি কমতে থাকে।
-
বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি বিস্তৃত থাকায় বাংলাদেশ সুনামির বড় ক্ষতি থেকে রক্ষা পায়।

0
Updated: 6 hours ago
'শ্বসন ও সালোকসংশ্লেষণ' জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
Created: 1 week ago
A
সাইটোলজি
B
এমব্রায়োলজি
C
ফিজিওলজি
D
মরফোলজি
জীববিজ্ঞানের বিশেষ শাখা হলো জীববিজ্ঞানের সেই শাখাগুলি যা জীবের বিভিন্ন দিক বিশ্লেষণ করে। প্রধান শাখাগুলি হলো:
-
অঙ্গসংস্থান (Morphology):
-
জীবের গঠন বৈশিষ্ট্য এবং আকার নিয়ে আলোচনা করা হয়।
-
-
শ্রেণিবিন্যাস (Classification বা Taxonomy):
-
জীবজগৎকে বোঝার সুবিধার জন্য বিভিন্ন দল-উপদলে ভাগ করা হয়।
-
প্রতিটি জীব প্রজাতি একটি গণ, গোত্র, বর্গ এবং শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়।
-
-
শারীরবিদ্যা (Physiology):
-
জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক, আত্তীকরণ এবং সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণসহ অন্যান্য জৈব রাসায়নিক প্রক্রিয়া আলোচনা করা হয়।
-
-
ভ্রূণবিদ্যা (Embryology):
-
ভ্রূণ গঠন ও বিকাশের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়।
-
-
কোষবিদ্যা (Cytology):
-
কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকারিতার একক।
-
কোষ এবং কোষাঙ্গাণুর গঠন, কার্যকারিতা ও বিভাজন বিষয়ক আলোচনা এই শাখায় হয়।
-
-
বংশগতিবিদ্যা (Genetics):
-
মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে কিভাবে স্থানান্তরিত হয় তা বিশ্লেষণ করা হয়।
-
-
বাস্তুবিদ্যা (Ecology):
-
জীবসমূহ যে পরিবেশে বাস করে এবং সেই পরিবেশের সঙ্গে তাদের আন্তঃসম্পর্কের বিষয় আলোচনা করা হয়।
-

0
Updated: 1 week ago
কোন স্থানে বস্তুর ওজন শূন্য হয়?
Created: 6 hours ago
A
মেরু অঞ্চলে
B
বিষুবরেখায়
C
পৃথিবীর কেন্দ্রে
D
সমুদ্রপৃষ্ঠে
বস্তুর ওজন বলতে বোঝায় পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণের ফলে কোনো বস্তুর ওপর যে বল ক্রিয়া করে। এটি মূলত অভিকর্ষজ ত্বরণের মানের ওপর নির্ভরশীল এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন হয়ে থাকে।
-
বস্তুর ওজন হলো পৃথিবীর কেন্দ্রের প্রতি আকর্ষণজনিত বল।
-
এটি সরাসরি অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল।
-
যেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, সেখানে বস্তুর ওজনও বেশি হয়।
-
মেরু অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক।
-
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বিষুব অঞ্চলের তুলনায় বেশি হওয়ায় ওজনও বেশি হয়।
-
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হওয়ায় সেখানে বস্তুর ওজনও শূন্য।

0
Updated: 6 hours ago
উদ্ভিদ কোষে কোন অঙ্গাণুটি থাকে না?
Created: 7 hours ago
A
কোষপ্রাচীর
B
প্লাস্টিড
C
সেন্ট্রোসোম
D
কোষগহ্বর
উদ্ভিদ কোষ প্রাণী কোষের তুলনায় কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। এগুলো কোষপ্রাচীর, প্লাস্টিড, খাদ্য সঞ্চয় ও অঙ্গাণুর উপস্থিতি ইত্যাদির মাধ্যমে সহজে চিহ্নিত করা যায়।
উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য:
-
উদ্ভিদ কোষের চারদিকে সেলুলোজ দ্বারা নির্মিত কঠিন কোষপ্রাচীর থাকে এবং এর নিচে থাকে প্লাজমা ঝিল্লী।
-
অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। তবে ছত্রাক ও ব্যাকটেরিয়ায় প্লাস্টিড অনুপস্থিত।
-
উদ্ভিদ কোষে খাদ্যসঞ্চয় প্রধানত শ্বেতসার (স্টার্চ) আকারে হয়।
-
সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, তবে কিছু শৈবাল, মস ও ছত্রাকে সেন্ট্রোসোম দেখা যায়।
-
এ কোষে সাধারণত বড় আকারের এক বা একাধিক স্থায়ী কোষগহ্বর (ভ্যাকুয়োল) থাকে।
-
পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের আকৃতি সাধারণত অপরিবর্তিত থাকে।
-
প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই অনুপস্থিত।
-
নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধি বরাবর অবস্থান করে।
-
কেবলমাত্র ভাজক কোষেই লাইসোসোম থাকে।
-
উদ্ভিদ কোষে স্নেহ পদার্থ বা লিপিড তরল অবস্থায় সঞ্চিত হয়।

0
Updated: 7 hours ago