নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকে?
A
ওজোন
B
আর্গন
C
অক্সিজেন
D
নাইট্রোজেন
উত্তরের বিবরণ
বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে বিস্তৃত একটি অদৃশ্য গ্যাসীয় স্তর, যা জীবনের জন্য অপরিহার্য। এতে বিভিন্ন গ্যাস ভিন্ন ভিন্ন অনুপাতে বিদ্যমান, তবে সব গ্যাসের মধ্যে সবচেয়ে কম পরিমাণে থাকে ওজোন।
বায়ুমণ্ডল:
-
পৃথিবী পৃষ্ঠকে ঘিরে থাকা অদৃশ্য বায়বীয় আবরণই বায়ুমণ্ডল।
-
এর ইংরেজি প্রতিশব্দ Atmosphere।
-
এটি পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে গায়ের সাথে লেগে থেকে পৃথিবীর সাথে আবর্তন করে। তবে কঠিন ভূমির মতো সমানভাবে চলতে না পারায় সামান্য পিছিয়ে থাকে।
-
বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫০ কোটি বছর।
-
এর উৎপত্তি হয়েছে মূলত ভূ-অভ্যন্তর থেকে নির্গত গ্যাস দ্বারা।
-
ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের ৯০% গ্যাস অবস্থান করে।
-
বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
বায়ুমণ্ডলের উপাদান ও শতকরা অংশ:
-
নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
-
অক্সিজেন ⇒ ২০.৭১%
-
আর্গন ⇒ ০.৮০%
-
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
-
ওজোন ⇒ ০.০০০১%
-
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
-
জলীয়বাষ্প ⇒ ০.৪১%
-
ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১%

0
Updated: 7 hours ago
চাপের একক কোনটি?
Created: 6 hours ago
A
ওয়াট
B
জুল
C
নিউটন
D
প্যাসকেল
চাপ হলো একক ক্ষেত্রফলে কোনো বস্তুর তলের ওপর লম্বভাবে প্রয়োগকৃত বলের মান। এটি সমভাবে বিতরণিত হয়।
-
গজ চাপ: পারিপার্শ্বিক চাপের তুলনায় যে অতিরিক্ত চাপ উৎপন্ন হয়, তাকে গজ চাপ বলা হয়।
-
চাপের একক হলো প্যাসকেল (Pa)।
অন্যান্য গুরুত্বপূর্ণ এককসমূহ:
-
কাজ/শক্তি/তাপের একক: জুল (J)
-
বল/ওজনের একক: নিউটন (N)
-
বৈদ্যুতিক ক্ষমতার একক: ওয়াট (W)

0
Updated: 6 hours ago
একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কী বলা হয়?
Created: 6 hours ago
A
অপ্রকৃত ফল
B
গুচ্ছ ফল
C
সরল ফল
D
যৌগিক ফল
ফল হলো নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে।
ফলের প্রকারভেদ:
-
যদি শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয়, তাকে প্রকৃত ফল বলা হয়, যেমন: আম, কাঁঠাল।
-
যদি গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হয়, তাকে অপ্রকৃত ফল বলা হয়, যেমন: আপেল, চালতা।
প্রকৃত ও অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়:
১) সরল ফল:
-
ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফল।
-
রসাল বা শুষ্ক হতে পারে।
-
ধরন:
ক) রসাল ফল: ফলত্বক পুরু ও রসাল; পাকলে ফলত্বক ফেটে যায় না। যেমন: আম, জাম, কলা।
খ) নীত ফল: ফলত্বক পাতলা; পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়। যেমন: শিম, ঢেঁড়স, সরিষা।
২) যৌগিক ফল:
-
একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ একত্র হয়ে এক ফলের সৃষ্টি করে।
-
উদাহরণ: আনারস, কাঁঠাল।
৩) গুচ্ছ ফল:
-
একটি ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকে; প্রতিটি গর্ভাশয় ফলের রূপ নেয়ে একটি বোঁটার উপর গুচ্ছাকারে অবস্থান করে।
-
উদাহরণ: চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা।

0
Updated: 6 hours ago
কোন স্থানে বস্তুর ওজন শূন্য হয়?
Created: 6 hours ago
A
মেরু অঞ্চলে
B
বিষুবরেখায়
C
পৃথিবীর কেন্দ্রে
D
সমুদ্রপৃষ্ঠে
বস্তুর ওজন বলতে বোঝায় পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণের ফলে কোনো বস্তুর ওপর যে বল ক্রিয়া করে। এটি মূলত অভিকর্ষজ ত্বরণের মানের ওপর নির্ভরশীল এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন হয়ে থাকে।
-
বস্তুর ওজন হলো পৃথিবীর কেন্দ্রের প্রতি আকর্ষণজনিত বল।
-
এটি সরাসরি অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল।
-
যেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, সেখানে বস্তুর ওজনও বেশি হয়।
-
মেরু অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক।
-
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বিষুব অঞ্চলের তুলনায় বেশি হওয়ায় ওজনও বেশি হয়।
-
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হওয়ায় সেখানে বস্তুর ওজনও শূন্য।

0
Updated: 6 hours ago