'বেসাতি' শব্দের অর্থ কোনটি?
A
নির্জীব
B
দোকানদারি
C
দীর্ঘায়ু
D
অরণ্যে বসবাস
উত্তরের বিবরণ
বেসাতি শব্দের অর্থ হলো দোকানদারি।
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
জীবস্মৃত = নির্জীব, মনমরা
-
চিরজীবী = দীর্ঘায়ু, অমর
-
বনবাস = অরণ্যে বসবাস
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি ‘সূর্য’ – এর সমার্থক শব্দ নয়?
Created: 2 months ago
A
তপন
B
প্রভাকর
C
অর্ক
D
অর্ণব
সূর্য শব্দের সমার্থক শব্দ হলো - দিবাকর, প্রভাকর, মিহির, ইত্যাদি।
0
Updated: 2 months ago
'Out of sight, out of mind.' এর বাংলা অনুবাদ -
Created: 1 month ago
A
কোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
B
ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
C
কাছে তুমি পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।
D
কর্জ নাই, কষ্টও নাই।
‘ কাছে তুমি পোড়ে মন, দূরে গেলে ঠনঠন’ এর ইংরেজি অনুবাদ হলো Out of sight, out of mind। এটি বোঝায় যে কাছে থাকা মানুষ বা বিষয় মনকে প্রভাবিত করে, দূরে গেলে তা ভুলে যাওয়া হয়।
অন্যদিকে—
-
কর্জ নাই, কষ্টও নাই — Out of debt, out of danger
-
ক্ষুধা পেলে বাঘও ধান খায় — Hunger is the best sauce
-
কোনো বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না — Rome was not built in a day
0
Updated: 1 month ago
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
আলজিভ
D
সবগুলো
বাগ্যন্ত্র হলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলির সমষ্টি। মানবদেহের উপরিভাগে, ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের বিভিন্ন অংশ:
-
ফুসফুস: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস।
-
শ্বাসনালি: ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়।
-
স্বরযন্ত্র: শ্বাসনালির উপরের অংশে অবস্থান।
-
জিভ: মুখগহ্বরের নিচের অংশে অবস্থিত।
-
আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড।
-
তালু: মুখবিবরের ছাদ।
-
মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ।
-
দন্তমূল ও দন্ত: দাঁতের গোড়ার অংশকে দন্তমূল বলে।
উৎস:
0
Updated: 1 month ago