'বেসাতি' শব্দের অর্থ কোনটি?
A
নির্জীব
B
দোকানদারি
C
দীর্ঘায়ু
D
অরণ্যে বসবাস
উত্তরের বিবরণ
বেসাতি শব্দের অর্থ হলো দোকানদারি।
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
জীবস্মৃত = নির্জীব, মনমরা
-
চিরজীবী = দীর্ঘায়ু, অমর
-
বনবাস = অরণ্যে বসবাস
উৎস:

0
Updated: 10 hours ago
১৯) 'সবিতা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
চাঁদ
B
রাত
C
সূর্য
D
কিরণ
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দসমূহ
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
Created: 2 weeks ago
A
দুইটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
উৎপত্তিগত দিক দিয়ে শব্দের ৫টি বিভাজন হলো - তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি শব্দ।

0
Updated: 2 weeks ago
কোনটি অপপ্রয়োগ?
Created: 1 week ago
A
জ্ঞানবান
B
অধীন
C
গণনীয়
D
ঘূর্ণীয়মান
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
অশুদ্ধ শব্দ | শুদ্ধ শব্দ |
---|---|
আবশ্যকীয় | আবশ্যক |
একত্রিত | একত্র |
অধীনস্থ | অধীন |
করিতকর্মী | করিতকর্মা |
গণ্যনীয় | গণনীয় |
জ্ঞানমান | জ্ঞানবান |
ঘূর্ণীয়মান | ঘূর্ণায়মান |
পুজ্য | পূজ্য |
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago